
শামীম রেজা, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি।।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক প্রতিবন্ধী কিশোরীকে প্রলোভন দিয়ে ধর্ষনের ফলে অন্ত:সত্বা হওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার মামলা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের দিঘির হাট দেওনালা গ্রামের মজিবুর রহমানের মেয়ে প্রতিবন্ধী কিশোরী(১৪)কে প্রলোভন দিয়ে একই গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে জাফুরুল ইসলাম (২২) গত ২২/০৪/২৫ইং ধর্ষন করে।
এ ধর্ষনের পর ওই কিশোরী বিষয়টি তার পরিবারকে জানালে,বিষয়টি জানাজানি হয়, পরে তার পরিবার এঘটনায় গ্রামের লোকজনের কাছে বিচার দাবী করে৷ আর বিচারের নামে দফায় দফায় কাল ক্ষেপণ করতে থাকে।ফলে ধর্ষিতা কিশোরী ৫মাসের অন্ত:সত্বা হয়ে পড়লে, তার পরিবার উপায় না পেয়ে বিচার চেয়ে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করে।
আজ বৃহস্পতিবার সকালে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান,এ ঘটনায় মামলা দায়ের হয়েছে।আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।