 
                                                জাতির সংবাদ ডটকম।।
বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় থেকে রাজনৈতিক দলের নিবন্ধন ও আনারস প্রতীক বরাদ্দ পেয়েছে বাংলাদেশ লেবার পার্টি। নির্বাচন কমিশন সিনিয়র সচিব আখতার আহমেদ আনুষ্ঠানিক ভাবে নিবন্ধন সনদ ও আনারস প্রতীক বরাদ্দ প্রদান করেন।
আজ (বৃহস্পতিবার) নির্বাচন কমিশনের মাননীয় সিনিয়র সচিব আখতার হোসেনের দফতরে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরানের হাতে নিবন্ধন সার্টিফিকেট ও আনারস প্রতীকের প্রজ্ঞাপন তুলে দেন।
গত ২৯ শে মে ২০২৫ তারিখে বিচারপতি শশাঙ্ক শেখর হালদার ও বিচারপতি এ কে এম রবিউল আউয়ালের সমন্বয়ে বেঞ্চ লেবার পার্টির রীট মামলা প্রেক্ষিতে নির্বাচন কমিশনকে প্রতিকসহ নিবন্ধন দিতে আদেশ প্রদান করেন। কমিশন যথারীতি নিবন্ধন দেয়ার সকল কার্যক্রম চুড়ান্ত করলেও রাজনৈতিক দলের প্রতিক সংরক্ষণ ভেটিং সংক্রান্ত জটিলতার কারণে দীঘায়িত হয়।
২০২২ সালে নভেম্বরে গন বিজ্ঞপ্তির আলোকে নিবন্ধন সক্রান্ত সকল শর্তপূরন করে বাংলাদেশ লেবার পার্টির। নির্বাচন কমিশন মাঠ পর্যায়ে যাচাই বাছাই শেষে আবেদন না-মঞ্জুর করে-২৪ জুলাই ২০২৩। পরে লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রীট আবেদন দাখিল করেন। রীট মামলা নং – ১২০০৭/২৩। বিচারপতি কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ ৫ নভেম্বর ২০২৩ তারিখে রুল জারি করেন। দীর্ঘ শুনানির পর ২৯ মে ২০২৫ বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি এ.কে.এম রবিউল হাসান রায় এ্যাবসুলেট করেন।
ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান জানান, লেবার পার্টি আন্দোলন সংগ্রাম ও রাজপথে সক্রিয় রাজনৈতিক দল। আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লেবার পার্টির সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়েছে। জুলাই গনঅভ্যুত্থানে লেবার পার্টির দুইজন শাহাদাত বরন ও অসংখ্য নেতাকর্মী আহত হয়েছেন। দীর্ঘ ১৭ বছরে হামলা মামলা নির্যাতন নিপীড়ন গ্রেফতার ও আওয়ামী ফ্যাসিবাদের দুঃশাসন আমরা সাহসীকতার সাথে মোকাবিলা করেছি। লেবার পার্টিকে রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন থেকে বঞ্চিত করা হয়েছে। আমরা আদালতে দীর্ঘ শুনানির মাধ্যমে ন্যায় বিচার পেয়েছি। কমিশন আজ বাংলাদেশ লেবার পার্টিকে আনুষ্ঠানিক ভাবে নিবন্ধন সার্টিফিকেট ও দলীয় প্রতিক প্রদান করেছে। লেবার পার্টি আরো ব্যাপক ভাবে কর্মতৎপরতা বৃদ্ধি করবে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য শীঘ্রই বাংলাদেশ লেবার পার্টি প্রাথমিক ভাবে ১০০ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করবে, ইনশাআল্লাহ।
 
              