
শামীম রেজা গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মাদারপুর জয়পুরপাড়া সাপমারা (বাগদাফার্ম) এলাকায় বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামে জমি দখল ও সরকারি বরাদ্দ কৃত টাকা আত্মসাতের অভিযোগে এলাকাবাসী মানববন্ধন শেষে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেছে।
গোবিন্দগঞ্জ উপজেলা সাপমারা ইউনিয়ন মাদার পুর বাগদা ফার্ম এলাকার সর্বস্তরের জনগণ আজ বৃহস্পতিবার সকাল ১১টায় গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করেছে। শেষে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানার কাছে স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়: সাপমারা ইউনিয়ন জয়পুর পারা “শ্যামল-মঙ্গল-রমেশ স্মৃতি বিদ্যালয়” নামে একটি প্রতিষ্ঠান দেখানো হলেও বাস্তবে সেখানে কোনো শিক্ষক, ছাত্র-ছাত্রী কিংবা শিক্ষা কার্যক্রম নেই। শুধু নামসর্বস্ব এই বিদ্যালয় দেখিয়ে বিভিন্ন সময় সরকারি বরাদ্দ ও এনজিও অনুদান নেওয়া হলেও তা শিক্ষা খাতে ব্যবহার না করে আত্মসাৎ করা হয়েছে।
ভূমিদস্যু ও চাঁদাবাজ ফিলিমন বাস্কে এবং পিশিলা মরমু এ কাজে জড়িত। তারা বিদ্যালয়ের স্থাপনাকে অসামাজিক কর্মকাণ্ডের আখড়ায় পরিণত করেছে। এছাড়া বিভিন্ন এলাকা থেকে সাঁওতাল আদিবাসীদের ভাড়া করে এনে ভুয়া মানববন্ধন ও সমাবেশ করে সাধারণ মানুষ ও প্রশাসনকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে।
স্মারকলিপিতে আরো উল্লেখ করা হয় ভূমিদস্যু চাঁদাবাজ ফ্লিমন বাস্কে প্রাথমিক বিদ্যালয়ের চেয়ার-টেবিলসহ বিভিন্ন সরঞ্জাম রাতের আঁধারে সরিয়ে ফেলার পর, তাদের নামে মিথ্যা স্বারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে জমা দেওয়া হয়।
ভুক্তভোগী জমির মালিকরা জানান, তারা বহু বছর ধরে ওই জমি আবাদ করে আসছেন। কিন্তু ফিলিমন বাস্কে ও তার সহযোগীরা বিদ্যালয়ের নাম ব্যবহার করে জমি দখলের চেষ্টা করছে। তারা দাবি করেন বিদ্যালয়ের নামে সকল বরাদ্দ বন্ধ করতে হবে। অবিলম্বে জমি ফেরত দিতে হবে। ভুয়া মানববন্ধন ও অপপ্রচার বন্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে স্থানীয়দের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও হয়রানি বন্ধ করতে হবে।
এ বিষয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী সহ সুশীল সমাজ।