দুর্নীতিবাজ নেতৃত্বের পরামর্শে গণআকাঙ্খা আজ ব্যস্তে যাচ্ছে-দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম

শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫

জাতির সংবাদ ডটকম।।

দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় কমিটির এক জরুরী সভা গত ২৬ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় সিলেট নগরীর বন্দরবাজারের কুদরত উল্লাহ মসজিদে মার্কেটর ৩য় তলাস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় দেশের উচ্চ পর্যায়ের দুর্নীতি দমন ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টি করার অন্যতম ব্যক্তিত্ব অত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন এডভোকেট এর ইন্তেকালে গভীর শ্রদ্ধা ও সমবেদনা প্রকাশ করা হয়। সভায় সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী-কে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়। সিলেট মহানগর কমিটি গঠনের লক্ষ্যে সাবেক ছাত্রনেতা ও ব্যবসায়ী নেতা আব্দুল গফুরকে আহবায়ক ও মুজিবুর রহমান চৌধুরীকে সদস্য সচিব, মোঃ লায়েক মিয়া যুগ্ম সদস্য সচিব-কে মহানগর আহবায়ক কমিটি গঠিত হয়েছে।
সভায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সচ্ছতা ও জবাবাদিহিতা, আইনের শাসন নিশ্চিতের লক্ষ্যে দুর্নীতিমুক্ত সচিব জনাব মুখলেস উর রহমান-কে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বদলী হওয়ার সংবাদে তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে বলা হয়, অনতিবিলম্বে তাকে আবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে আনা হোক। অন্যথায় অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়ে একদিন জবাবদিহি করতে হবে। সভায় সিলেটে জনদুর্ভোগ লাগবে সিলেট জেলা প্রশাসনের গৃহিত কার্যক্রমে সমাজে প্রতিনিধিশীল সকলকে স্ব স্ব অবস্থান থেকে সমর্থন ও সহযোগিতার আহবান জানানো হয়।
এদিকে গত ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সিলেট নগরীতে ব্যাটারি চালিত রিক্সা মালিক-শ্রমিকদের দাবী আদায়ের অধিকার গণতান্ত্রিক। কিন্তু গণতান্ত্রিক অধিকার আদায় করতে গিয়ে নৈরাজ্য ও বিশৃঙ্খলা কোন ভাবে গ্রহণ যোগ্য নয়। সিলেট নগরীতে জনদুর্ভোগ দূর করতে কোন ধরনের প্রতিবন্ধকতা, অন্যায় আবদার সিলেটবাসী মেনে নেয়া হবে না। সভায় আগামী ১২ অক্টোবর রবিবার নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হল রুমে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় কমিটির মরহুম সভাপতির সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন এর স্মরণে এক শোক সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহিত হয়েছে। সভায় বক্তারা বর্তমান অবস্থার প্রেক্ষাপট নিয়ে বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দুর্নীতিবাজ নেতৃত্বের পরামর্শে পরিচালিত হওয়ার কারণে গণআকাঙ্খা আজ ব্যস্তে যাচ্ছে।
ফোরামের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন পরিচালনায় সভায় ফোরামের উপদেষ্টা নেছারুল হক চৌধুরী বুস্তান স্যার, কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মামুন রশীদ এডভোকেট, সাংগঠনিক সম্পাদক ডাঃ অরুণ কুমার দেব, প্রচার সম্পাদক আব্দুল করিম পাখি মিয়া, সিলেট জেলা সমন্বয়কারী ও কেন্দ্রীয় সদস্য আব্দুল গফুর, কেন্দ্রীয় সিনিয়র সদস্য সরোজ ভট্টাচার্য্য, আব্দুল মুতাওয়ালী ফলিক, শাহিদুর রহমান জুনু, রফিকুল ইসলাম শিতাব, ব্যবসায়ী নেতা ও সদস্য মোঃ লায়েক মিয়া, যুব ফোরামের সভাপতি ইমাম হোসেন প্রমুখ।