হিরো আলমের ওপর হামলা, ‘অবস্থা আশঙ্কাজনক’

মঙ্গলবার, সেপ্টেম্বর ৩০, ২০২৫

‎মোঃ মোহন আলী।।

‎আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের ওপর হামলা হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর রামপুরায় একদল দুর্বৃত্ত তাকে মারধর করে ফেলে যায়।


‎বাড্ডা থানার ওসি সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, হিরো আলমের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

‎প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ জানিয়েছে, হামলাকারীরা কয়েকটি মোটরসাইকেলে এসে হিরো আলমকে মারধর করে চলে যায়। পরে স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নিয়ে যান।

‎এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে হিরো আলমকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালের নেওয়া ও হাসপাতালে শুয়ে থাকার ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, হাসপাতালের শয্যায় শুয়ে আছেন হিরো আলম। তার মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং টি-শার্ট ছিঁড়ে গেছে।

‎হিরো আলমের স্ত্রী রিয়া মনি হামলার বিষয়টি নিশ্চিত করে জানান, হামলার সময় হিরো আলম অজ্ঞান হয়ে পড়েন।

‎তিনি জানান, এখন হিরো আলমের অবস্থা খুবই আশঙ্কাজনক। যে কোনো সময় আরো খারাপ কিছু হয়ে যেতে পারে।


‎এদিকে রাত সোয়া ১০টার দিকে হিরো আলমের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়, আফতাবনগরে হিরো আলমের ওপর সন্ত্রাসীদের হামলা। অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।