মহিলা সমাবেশে হামলার প্রতিবাদে মনোহরগঞ্জে জামায়াতের বিক্ষোভ সমাবেশে

শুক্রবার, অক্টোবর ৩, ২০২৫

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা

কুমিল্লার মনোহরগঞ্জের বিপলাসার ইউনিয়নের সিকচাইলে বৃহস্পতিবার জামায়াতের মহিলা সমাবেশে হামলা করে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মনোহরগঞ্জ উপজেলা জামায়াত।
শুক্রবার বিকেলে উপজেলার বিপলাসার বাজারে ইউনিয়ন জামায়াতের আমির জাকারিয়া ভূইয়ার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের বিজনেস ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য, মনোহরগঞ্জ উপজেলা পরিষদে জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী হামিদুর রহমান সোহাগ।
প্রধান অতিথি বলেন, বিপলাসারে জামায়াতের মহিলা সমাবেশে যে ন্যাক্কারজনক হামলা হয়েছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি আরো বলেন নতুন করে কেউ ফ্যাসিস্ট হয়ে উঠতে চাইলে জনতাকে সাথে নিয়ে তাদের প্রতিরোধ করা হবে। আল্লাহর এই জমিনে আল্লাহর বিধান কায়েম করতে আমরা জীবন দিতে প্রস্তুত। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ চাঁদাবাজমুক্ত বাংলাদেশ অতএব চোখ রাঙাবেননা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাকসাম পৌরসভার আমির ও মনোহরগঞ্জ উপজেলা পরিষদে জামায়াত মনোনীত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জয়নাল আবেদীন পাটোয়ারী, উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা নুরুন্নবী, সেক্রেটারি হাফেজ ফয়েজুর রহমান। সমাবেশে আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহ সেক্রেটারি সাইফুল বারী তুহিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ উল্লাহ, খিলা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবদুর রহিম, উপজেলা যুব বিভাগের সভাপতি মু মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ কাসফিসহ বিপলাসার ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ।