চমক রেখে দল ঘোষণা আর্জেন্টিনার

শনিবার, অক্টোবর ৪, ২০২৫

ক্রীড়া ডেস্ক: লাতিন আমেরিকা অঞ্চল থেকে সবার শীর্ষে থেকে বিশ্বকাপ বাছাই পর্ব শেষ করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে চলতি মাসে ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তারা। আর এই দুই ম্যাচের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি।

শুক্রবার (৪ অক্টোবর) ২৮ সদস্যের দল ঘোষণা করেছেন তিনি। যেখানে মেসিকে স্কোয়াডে রাখার পাশাপাশি দলে কিছু চমক রেখেছেন স্কালোনি।

ম্যাচ দুটিকে সামনে রেখে ২৮ সদস্যের দল ঘোষণা করেছেন স্কালোনি। দলে সবচেয়ে বড় চমক সম্ভবত গোলরক্ষক ফাকুন্দো ক্যামবেসেস। ২৮ বছর বয়সী এই গোলরক্ষক প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন। প্রথমবার দলে ডাক পেয়েছেন ২১ বছর বয়সী সেন্টার ব্যাক লাওতারো রিভেরো। ২৬ বছর বয়সী মিডফিল্ডার আনিবাল মোরেনোও এবারই প্রথম সুযোগ পেয়েছেন দলে।

যুক্তরাষ্ট্রে ১১ ও ১৪ অক্টোবর ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচ দুটিতে দলের শক্তিমত্তা ও তারুণ্যকে ঝালিয়ে নিতে চান স্কালোনি। আন্তর্জাতিক বিরতিতে এটি তার জন্য বড় সুযোগ। বিশ্বকাপ ধরে রাখার মিশনে লিওনেল মেসির ওপরই নেতৃত্বের ভার দিয়ে রেখেছেন আর্জেন্টাইন বস।

লম্বা সময় পর আর্জেন্টিনা দলে ফিরেছেন মার্কোস সেনেসি। ২৮ বছর বয়সী এই ডিফেন্ডার জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত একমাত্র ম্যাচটি খেলেছিলেন ২০২২ সালের জুনে।