শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ভারতীয় ফুসকাসহ চোরাকারবারি গ্রেফতার

রবিবার, অক্টোবর ৫, ২০২৫

জাতির সংবাদ ডটকম।।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় প্যাকেটজাত ফুসকাসহ এক চোরাকারবারি গ্রেফতার হয়েছে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) মোঃ মহিবুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।

শনিবার (০৪ অক্টোবর ) রাত ৯টা ৩০ মিনিটে শ্রীমঙ্গল থানাধীন ৬নং আশিদ্রোন ইউনিয়নের রামনগর এলাকায় মন্তাজ মিয়ার মুদি দোকানের সামনে সিন্দুরখান পাকা রাস্তায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিকশাসহ শিপন মিয়া (১৯), পিতা শাহীন আলম, সাং সিন্দুরখান (পাট্রারপুল), থানা শ্রীমঙ্গল, জেলা মৌলভীবাজারকে গ্রেফতার করা হয়।

তল্লাশিতে সিএনজি অটোরিকশা হতে ৭টি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়, যার প্রতি বস্তায় ৩২ প্যাকেট করে মোট ২২৪ প্যাকেট ভারতীয় প্যাকেটজাত ফুসকা পাওয়া যায়। প্রতিটি প্যাকেটে ১ কেজি করে ফুসকা থাকায় উদ্ধারকৃত ফুসকার মোট ওজন ২২৪ কেজি এবং আনুমানিক মূল্য প্রায় ৬৭,২০০ টাকা।

গ্রেফতারকৃত আসামি জানায়, সে ও তার সহযোগীরা অবৈধভাবে ভারত থেকে ফুসকা চোরাচালান করে বিক্রির উদ্দেশ্যে সিন্দুরখান এলাকায় নিয়ে যাচ্ছিল।

ঘটনার পর বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা রুজু করে গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক সহযোগীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।