
জাতির সংবাদ ডটকম।।
সিলেট মহানগর বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক সাধারণ সম্পাদক এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র হাজী আব্দুল কাইয়ুম জালালি পংকী বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে হলে দলীয় নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি বলেন, জনগণের অধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে প্রতিটি নেতাকর্মীকে মাঠে থাকতে হবে। বিভেদের রাজনীতি পরিহার করে দলীয় শৃঙ্খলা মেনে কাজ করলে বিএনপি আবারও জনগণের আস্থা অর্জন করবে। এই নির্বাচন হবে দেশের ভবিষ্যৎ নির্ধারণের নির্বাচন, তাই সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে জনসমর্থনের গণজোয়ার তুলতে হবে। দেশের মানুষ আজ পরিবর্তন চায়, গণতন্ত্র চায়, ভোটের অধিকার ফিরে পেতে চায়। তাই নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করতে হবে। ঘরে ঘরে গিয়ে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে হবে, জনগণকে সচেতন করতে হবে এবং ভোটের দিন পর্যন্ত এই গণআন্দোলন অব্যাহত রাখতে হবে।
রবিবার (৫ অক্টোবর) রাতে সিলেট মহানগর ৯, ১০ ও ১১নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এবং ৯, ১০ ও ১১নং ওয়ার্ড যুবদলের কমিটি গঠনের লক্ষ্যে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
১০নং ওয়ার্ড যুবদলের আহবায়ক নিয়ামত এলাহী এর সভাপতিত্বে এবং সিলেট মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক, ১১নং ওয়ার্ড যুবদলের আহবায়ক খালেদ আহমদ ও সিলেট মহানগর যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক, ৯ নং ওয়ার্ড যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক কবির আহমদ এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক বলেন, যুবদল সবসময় জনগণের কল্যাণে কাজ করে আসছে। দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে যুবদল অগ্রণী ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতেও জনগণের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, যুবদলের মূল লক্ষ্য হলো দেশ ও জাতির কল্যাণে কাজ করা, তরুণ প্রজন্মকে সঠিক পথে উদ্বুদ্ধ করা এবং দেশের উন্নয়ন-অগ্রযাত্রায় অংশীদার হওয়া।
বিশেষ অতিথির বক্তব্যে সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেন বলেন, রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে যুবদলের নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, এই ৩১ দফা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং এটি জনগণের মুক্তি ও দেশের পুনর্গঠনের রূপরেখা। তাই প্রতিটি যুবদল নেতা-কর্মীকে এই দফাগুলো জনগণের মাঝে তুলে ধরতে হবে এবং বাস্তবায়নের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, সংগঠনের শক্তি ও ঐক্যই হচ্ছে পরিবর্তনের মূল চাবিকাঠি- এই চেতনা নিয়েই সবাইকে মাঠে নামতে হবে।
কর্মী সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন,সিলেট মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন বেলাল,সহ- সভাপতি প্রানেশ দেব, বেলাল আহমদ,মো.লাহিন আহমদ,মালেক আহমদ,মুমিনুর রহমান তানিম,মো. কুতুব উদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক এমদাদুল হক স্বপন,যুগ্ম সাধারণ সম্পাদক কল্লোল জ্যোতি বিশ্বাস,মলয় লাল ধর,পারভেজ খান জুয়েল,শামীম রেজা,সাহেল রহমান,মো. আব্বাস উদ্দিন,আহমদ খান জুনেদ, নাদিম হোসেন,মো.আব্দুল ওয়াহিদ,মো.নুর উদ্দিন খাঁন হাসান, সহ সাধারণ সম্পাদক নুর মোহাম্মাদ খান তাইফুর,জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক হেলিম খাঁন মাসুদ, মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক এম এ হাসান,আফজল খান পাপলু,মকসুদুল করিম ইমন,কাওছার হোসেন খান,আহমদ শিপন,মাহফুজুল করিম শিপলু, শাহিন উদ্দিন আহমদ,জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম টুটুল, মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক মো. ছবরুল ইসলাম, আজাদ রহমান আজাদ,হোসেন আহমদ,মো.শিমুল আহমদ,রিপন চৌ:,মো.হোসেনুর রহমান রিজভী,জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক আনসার আলী,দপ্তর সম্পাদক পারভেজ আহমদ,ক্রীড়া সম্পাদক এ কিউ এম শাহরীয়ার জালালী কাইজার,শ্রম বিষয়ক সম্পাদক মুস্তাক আহমদ বাপ্পি, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক রুমন আহমদ,কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মো. মিনার আহমদ,সহ সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম, এড:সেয়দ ইয়াছির আরাফাত, সঞ্জয় কুমার দাস, শিবলু জামান,সহ কোষাধ্যক্ষ আফজাল হোসেন, সহ শ্রম বিষয়ক সম্পাদক মো.মুক্তার আহমদ রাফি,সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ফাইয়াজ আলম, ৯,১০,ও১১ নং ওয়ার্ড যুবদলের জাবেদ আহমদ, ফিরুজ আহমদ, আশিক নুর, সোহাগ আহমদ,তারেক আহমদ,দিলিপ দাস,নাজমূল ইসলাম,জুবেদ আহমদ, হামিদুর রহমান সুমন,এজাজ আহমদ রিদয়,মুরাদ আহমদ, শহিদুল ইসলাম, জুবায়ের আহমদ, সোহান, আসাদুর রহমান রনি, রানা হাসান,সোহাগ, আমিন, সাইফুল ইসলাম প্রমুখ।