আগামী নির্বাচনে জামায়াত কর্মীদের নিবিড় ও নিরলসভাবে কাজ করতে হবে-আব্দুল হালিম

শুক্রবার, অক্টোবর ১০, ২০২৫

 

শামীম রেজা, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি আব্দুল হালিম বলেছেন, আগামী নির্বাচনে জামায়াত কর্মীদের নিবিড় ও নিরলসভাবে কাজ করতে হবে।প্রত্যেক ভোটারের কাছে পৌঁছে জামায়াতের প্রার্থীদের জন্য ভোট চাইতে হবে। মিথ্যা প্রোপাগান্ডা সম্পর্কে জনগনকে অবহিত করতে হবে।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে শুক্রবার বিকেলে উপজেলা জামায়াত আয়োজিত গোবিন্দগঞ্জ মডেল মসজিদে অনুষ্ঠিত আসন ভিত্তিক নির্বাচনী দায়িত্বশীল কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দানকালে তিনি একথা বলেন। উপজেলা জামায়াতের আমীর মাস্টার আবুল হোসাইনের সভাপতিত্বে উক্ত কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা আমীর আব্দুল করিম, আইবিডব্লিএফের রংপুর – দিনাজপুর অঞ্চলের সভাপতি আনোয়ারুল ইসলাম, গাইবান্ধা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী নুরুন নবী প্রধান, উপজেলা জামায়াতের সেক্রেটারি আবুল কালাম আজাদ, নায়েব আমীর আব্দুল বারী, সহকারী সেক্রেটারি আশরাফুল ইসলাম রাজু, মশিউর রহমান উপজেলা জামায়াতের প্রচার বিভাগের সেক্রেটারি মাজহারুল ইসলাম প্রমুখ।
আব্দুল হালিম বলেন, জামায়াত প্রার্থীদের বিজয়ী করতে পরিশ্রমের বিকল্প নেই। গোবিন্দগঞ্জ আসনে এমপি পদে ডাঃ আব্দুর রহিম সরকারকে বিজয়ী করার জন্য সকলকে একযোগে কাজ করতে হবে। নেতা কর্মী সমর্থক সকলকেই নির্বাচনী মাঠে থাকতে হবে। অভিষ্ট লক্ষে পৌঁছানোর জন্য দায়িত্বশীলদের নিরলসভাবে কাজ করতে হবে। সব ধরণের বাঁধা বিপত্তি অতিক্রান্ত করে আমাদের বিজয়ী হতে হবে।