মৌলভীবাজার সচেতন নাগরিক সমাজের মানববন্ধন

শনিবার, অক্টোবর ১১, ২০২৫

মৌলভীবাজার  প্রতিনিধিঃ

মৌলভীবাজার ফ্যাসিস্টের দোসর দ্বারা অপ-সাংবাদিকতায় জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন এর বিরুদ্ধে মিথ্যা-বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে সচেতন নাগরিক সমাজ এর  আয়োজনে মানববন্ধন কর্মসূচি অনুষ্টিত হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে মানববন্ধনে এডভোকেট মোস্তাক আহমেদ মম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, এডভোকেট আবু তাহের, এডভোকেট নুরুল ইসলাম শেফুল, সাংবাদিক মতিন বকস্, মৌওলানা আহমেদ বিলাল, এডভোকেট বকসী জোবায়ের, এডভোকেট মো: ফয়সাল মিয়া, প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, মেহরাজুল হক সভাপতি মৌলভীবাজার ডেভলাপমেন্ট ফাউন্ডেশন, রহুল আমিন সাধারন সম্পাদক মৌলভীবাজার ডেভলাপমেন্ট ফাউন্ডেশন, এডভোকেট আব্দুর রউফ, মো: সাহাবউদ্দিন বাবলু জেলা আহবায়ক ওয়ারিয়র্স অব জুলাই, জুলাই যোদ্ধা কাজী মঞ্জুর, জুলাই যোদ্ধা সালে আহমদ সুমন। আরো উপস্থিত ছিলেন সচেতন নাগরিক সমাজের সদস্যবৃন্দ, ছাত্র জনতা, জুলাই যোদ্ধাগন।

বক্তারা গত ৭ অক্টোবর দৈনিক ইনকিলাব পত্রিকায় ফ্যাসিস্টের দোসর দ্বারা অপ-সাংবাদিকতার ধারাবাহিকতায় জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন এর বিরুদ্ধে  মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানান। সংবাদে জেলা প্রশাসকের স্ত্রী ও ভাতিজাকে চাকুরী দেওয়া সহ বিভন্ন অনিয়মের বিষয় উল্লেখ করা হয়েছে। কিন্তু কোন দপ্তরে কোন পদে চাকুরী, এবিষয় কোন তথ্য প্রমান উপস্থাপন করা হয়নি। বিষয় গুলোর কোন ভিক্তি ও তথ্য প্রমান উল্লেখ না করে মনগড়া ভাবে সংবাদ প্রকাশ করা হয়েছে যা অপ- সাংবাদিকতার শামিল। এর ফলে প্রকাশিত সংবাদের জন্য দৈনিক ইনকিলাব পত্রিকার সাংবাদিককে নি:শর্ত ক্ষমা চাওয়ার আহবান করেন।

বক্তারা আরো বলেন, যেখানে জেলা প্রশাসকের সাথে দেখা করতে এপয়েন্টমেন্ট নিতে হয়, দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। কিন্তু জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেনের সাথে একজন অসহায় দরিদ্র দিনমজুরও সরাসরি তার কক্ষে প্রবেশ করে সমস্যা ও সহায়তা চাইতে পারে। তাঁর নতুন নতুন চিন্তা ও দীর্ঘস্থায়ী পরিকল্পনায় এ জেলায় এক নতুন মাত্রা পেয়েছে। কর্মদক্ষতা, সুশাসন , সুব্যবস্থা, ধর্মের প্রতি সম্মান ,ছোট বড় গরিব-দু:খী সহ প্রত্যেক স্তরের মানুষের প্রতি সম্মান প্রদর্শন ও জেলায় অন্যায়ের প্রশ্রয় না দেওয়ায় স্বৈরাচারের সময় বিচরনকারী সমাজে দুষ্কৃতিকারী তাদের চক্ষুশূল হয়ে যান জেলা প্রশাসক। এই জেলার মানুষের জন্য অনেক পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন তিনি।

স্বচ্ছতা, দুর্নীতিমুক্ত সেবা ও জনকল্যাণে কাজ অন্যায়ের প্রশ্রয় না দেওয়ায় স্বৈরাচারের সময় বিচরনকারী দপ্তরের কিছু কর্মচারী ও সমাজে যেসব দুষ্কৃতিকারীদের চক্ষুশূল হয়ে মিথ্যা মনগড়া সংবাদ প্রকাশিত করায় সচেতন নাগরিক সমাজ থেকে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে।