
পাইকগাছা প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে
রবিবার সকালে পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা ওলামা দলের আহ্বায়ক আলহাজ্ব হাফেজ আবু মুছা’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ। প্রধান বক্তা ছিলেন, জেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা ফারুক হোসাইন। বিশেষ অতিথি ছিলেন, মহানগর ওলামা দলের আহ্বায়ক মাও আবু নাঈম, সাতক্ষীরা জেলা ওলামা দলের আহ্বায়ক মাও আনিছুর রহমান আজাদী, জেলা যুগ্ম আহ্বায়ক মাও বেলায়েত হোসাইন, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব এসএম ইমদাদুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি তুষার কান্তি মন্ডল, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মেছের আলী সানা। উপজেলা ওলামা দলের সদস্য মাও আবুল কালাম আজাদের সঞ্চালনায় বক্তৃতা করেন
হাফেজ সহিদুল ইসলাম, ক্বারী মো. কামরুল ইসলাম, মো. শফিকুল ইসলাম, মাও ইনামুল হাসান, হাফেজ খলিলুর রহমান, হাফেজ মাও মাসুদুজ্জামান প্রমুখ। সভা শেষে মাওলানা দিদারুল ইসলামকে আহবায়ক ও ক্বারী মাওলানা শফিকুল ইসলামকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিস্ট উপজেলা আহবায়ক কমিটি গঠন করা হয়। উক্ত আহবায়ক কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে সকল ইউনিয়ন কমিটি করতে নির্দেশনা দেয়া হয়।