১১ পত্রিকার ডিক্লারেশন বাতিলের প্রতিবাদ জানিয়েছে বিআরজেএ

সোমবার, অক্টোবর ১৩, ২০২৫

মোঃ মোহন আলী :

ময়মনসিংহ থেকে প্রকাশিত ১১টি সংবাদপত্রের ঘোষণাপত্র (ডিক্লারেশন) বাতিল করায় প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক এসোসিয়েশন বিআরজেএ।

১৩ অক্টোবর সোমবার সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ শাখাওয়াত ইবনে মঈন চৌধুরী ও মহাসচিব শেখ মোহাম্মদ তাজুল ইসলাম এক যৌথ বিবৃতিতে এই প্রতিবাদ জানিয়েছেন।

বিবৃতিতে সংগঠন চেয়ারম্যান ও মহাসচিব বলেন, গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) ময়মনসিংহ জেলা প্রশাসন ১১টি সংবাদপত্র বাতিলের আদেশ জারি করা হলেও সোমবার (১৩ অক্টোবর) বিষয়টি জানাজানি হয়। সরকার মফস্বল সংবাদপত্রকে সহযোগিতা না করে তাদের পত্রিকায় বিজ্ঞাপনে সহযোগিতা না করে বন্ধ করে দেয়া অমানবিক ও অন্যায়। মফস্বল সাংবাদিকদের বেকার করার সামিল। দীর্ঘ সময় দেশে ফ্যাসিস্ট সরকার থাকার কারণে সংবাদপত্র কোন সহযোগিতা পায় নাই, আওয়ামী লীগের দালাল কয়েকটি মিডিয়া সকল সুযোগ সুবিধা গ্রহণ করেছে, আর দেশপ্রেমিক সংবাদপত্রগুলো প্রকাশ করা আর্থিক আসচ্ছর কারণে সীমিত আকারে প্রকাশিত হয়েছে।

সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ সাখাওয়াত ইবনে মঈন চৌধুরী ও মহাসচিব শেখ মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, অনতিবিলম্বে এই আদেশ বাতিল করে পত্রিকাগুলো প্রকাশে সরকার সহযোগিতা করার আহবান জানাচ্ছি।

উল্লেখ্য ডিক্লারেশন বাতিল হওয়া পত্রিকাগুলো হলো- মরহুম আব্দুর রাজ্জাক তালুকদার সম্পাদিত দৈনিক ঈষিকা, এনবিএম ইব্রাহীম খলিল রহিম সম্পাদিত দৈনিক বিশ্বের মুখপত্র, এফএমএ ছালাম সম্পাদিত দৈনিক দেশের খবর, ফরিদা ইয়াসমীন রত্না সম্পাদিত হৃদয়ে বাংলাদেশ। মো. শামসুল আলম খান সম্পাদিত দৈনিক আজকের ময়মনসিংহ, বিকাশ রায় সম্পাদিত সাপ্তাহিক পরিধি, আ ন ম ফারুক সম্পাদিত দৈনিক আলোকিত ময়মনসিংহ ও দৈনিক দিগন্ত বাংলা, ওমর ফারুক সম্পাদিত দৈনিক কিষানের দেশ, রেবেকা ইয়াসমিন প্রকাশিত দৈনিক জাহান ও নাসির উদ্দিন আহমেদ সম্পাদিত দৈনিক অদম্য বাংলা। বাতিলের চিঠির প্রত্যাহার না করলে সারাদেশে আন্দোলনে যেতে বাধ্য হবো।