ইতালির প্রধানমন্ত্রী মেলোনিকে ধূমপান ছাড়তে বললেন এরদোয়ান

মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক:গাজায় শান্তির সমাধান খুঁজতে বিশ্বনেতারা যখন মিসরে একত্রিত হলেন, সেসময় ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির কাছে ‘তামাকের বিরুদ্ধে যুদ্ধের জন্য’ একটি নতুন লক্ষ্য খুঁজে পান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, বৈঠকের ফাঁকে এরদোয়ান হেসে মেলোনিকে বলেন- আপনাকে বিমান থেকে নামতে দেখেছি—দারুণ লাগছিল। কিন্তু আমি আপনাকে ধূমপান ছাড়াতে চাই।

এ সময় পাশে থাকা ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এরদোয়ানের কথা শুনে হেসে উঠে বলেন, “অসম্ভব!”

এরদোয়ানের পরামর্শ শুনে মেলোনি ঠাট্টাচ্ছলে জবাব দেন, “জানি, জানি… কিন্তু ধূমপান ছাড়লে হয়তো আমি কম মিশুক হয়ে যাব।