
শহীদ আহমদ খান, সিলেট জেলা প্রতিনিধি।।
লায়ন্স ক্লাব অব সিলেট হলিসিটির ওয়াল্ড লায়ন সার্ভিস প্রোগ্রাম উপলক্ষে সোমবার (১৩ অক্টোবর) সকালে নগরীর সোবহানীঘাটস্থ জামেয়া রহমানিয়া মাদানিয়া মাদ্রাসায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়াও বিভিন্ন ধনের ফলমূল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব সিলেট হলিসিটির আইপিপি লায়ন সাজুওয়ান আহমদ, সেক্রেটারী লায়ন মো. জুমা আহমদ, সাবেক প্রেসিডেন্ট ও সিলেট লায়ন্স ফাউন্ডেশনের সেক্রেটারী ইঞ্জিনিয়ার লায়ন আবু তাহের, সাবেক প্রেসিডেন্ট ব্যাংকার লায়ন কাজী আব্দুল মুকিত সুমন, সিলেট চেম্বার অব কমার্সের সদস্য লায়ন মো. লিটন, জামেয়া রহমানিয়া মাদানিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা তোফাজ্জল হক ফরিদী প্রমুখ।
এসময় বক্তারা বলেন, সমাজের অসহায়, দরিদ্র ও নিঃস্ব মানুষের কল্যাণে এগিয়ে আসা প্রতিটি সামর্থ্যবান নাগরিকের নৈতিক ও মানবিক দায়িত্ব। সমাজে দারিদ্র্য বিমোচন ও মানবসেবা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, মানবতার সেবা শুধু একটি মহৎ কাজ নয়, এটি ইবাদতের সমান মর্যাদাসম্পন্ন। যাদের সামর্থ্য আছে, তাদের উচিত বিপদে-আপদে অসহায় মানুষের পাশে দাঁড়ানো। এ ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে, যা একটি উন্নত ও কল্যাণমুখী সমাজ গঠনে সহায়ক ভূমিকা রাখে।