কয়রায় যুব সমাবেশে যাওয়ার সময় খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়কের মৃত্যু

বুধবার, অক্টোবর ১৫, ২০২৫

পাইকগাছা প্রতিনিধিঃ
খুলনা জেলা স্বেচ্ছাসেবকঢ় দলের যুগ্ন আহবায়ক আবু তাহের হীরা স্ট্রোক জনিত কারণে ইন্তেকাল করেছেন। বুধবার বিকেল ৪ টার দিকে খাওয়ার সময় বুকে প্রচন্ড ব্যথা অনুভব করলে তাকে দ্রুত পাইকগাছা হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। খুলনা নেয়ার সময় গদাইপুর পর্যন্ত পৌছালে সেখানে তার মৃত্যু হয়। কয়রা উপজেলা যুবদলের যুব সমাবেশে যাচ্ছিলেন তিনি। পাইকগাছায় এসে তিনি দুপুরের খাবার খাচ্ছিলেন। এসময় এ ঘটনা ঘটে। তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা খুলনা জেলা বিএনপির আহবায়ক, খুলনা -৬ সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী মনিরুজ্জামান মন্টু, পৌর বিএনপির আহবায়ক আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্যসচিব এসএম এমদাদুল হকসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।