
স্টাফ রিপোর্টারঃ
পুবালী ব্যাংক পিএলসি সাপাহার শাখার সৌজন্যে সাপাহার সরকারী কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন কর্মসূচীর আওতায় বিনা মূল্যে ফলদ ও বনজ বৃক্ষের চারা রোপন ও বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সাপাহার সরকারী কলেজ অডিটোরিয়্যামে ব্যাংকের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পুবালী ব্যাংক সাপাহার শাখার ব্যাবস্থাপক মেহেদী হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্য প্রদান করেন পুবালী ব্যাংক বগুড়া অঞ্চলের অঞ্চল প্রধান এ এম এস রায়হান শামীম। বিশেষ অতিথি হিসেবে সাপাহার সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহা: নাজির উদ্দীন, উদ্ভীদ বিদ্যার বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক রাজু আহম্মেদ, গণিত বিভাগের সহকারী অধ্যাপক আ: সালাম এবং কলেজ শাখার ছাত্র দলের সভাপতি ওলিউল ইসলাম নাঈম প্রমুখ বক্তব্য প্রদান করেন। এসময় উক্ত বৃক্ষরোপন অনুষ্ঠানে কলেজের বিভিন্ন দপ্তরের শিক্ষক মন্ডলী, পুবালী ব্যাংকের অফিসারগন ও অত্র কলেজের শিক্ষার্থী বৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে প্রধান ও বিশেষ অতিথি ফিতা কেটে ও কলেজ প্রাঙ্গনে একটি ফলদ ও একটি বনজ বৃক্ষ রোপন করে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন।