
মোঃ মোহন আলী।।
জাতীয় প্রেস ক্লাবের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিশুদের সৃজনশীলতা ও মেধা বিকাশের জন্য অনুষ্ঠিত হয়েছে আনন্দমেলা ও চিত্রাঙ্গন প্রতিযোগিতা। অনুষ্ঠানের তত্ত্বাবধায়ক ছিলেন ক্রিয়া কমিটির আহ্বায়ক সাহানাজ পলি।
গতকাল সন্ধ্যায় জহর হোসেন চৌধুরী হলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ক্লাবের সদস্যদের সন্তানরা। বিশেষভাবে উল্লেখযোগ্য, বাংলাদেশ কল্যান পার্টির মহাসচিব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজ)-এর নির্বাহী সদস্য মোহাম্মদ আবু হানিফের কন্যা হাবিবা আক্তার রাইসা।
প্রতিযোগিতায় হাবিবা রাইসা চিত্রাঙ্গনে প্রথম, সংগীতে প্রথম, কবিতা আবৃতিতে তৃতীয় এবং দৌড় প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, সাধারণ সম্পাদক আইয়ূব ভূইয়া এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন যাদুশিল্পী জুয়েল আইচ। এছাড়া ক্রীড়া উপ-কমিটির সদস্য শিরিন সুলতানা, আনোয়ার হোসেন, আবদুল্লাহ মজুমদার, আনোয়ার হক, মফিজুল ইসলাম বাবু, ডি এম ওমর, নিলা ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উপস্থিত অতিথিরা মন্তব্য করেন, শিশুদের সৃজনশীলতা ও মেধা বিকাশে এমন আয়োজনের বিকল্প নেই।
বাংলাদেশ কল্যান পার্টির চেয়ারম্যান শামসুদ্দীন পারভেজ ও মহাসচিব মোহাম্মদ আবু হানিফ জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটি ও ক্রীড়া আয়োজক কমিটিকে চমৎকার এই আয়োজনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন।