
জাতির সংবাদ ডটকম।।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ ৫ দিনে দেশে কয়েকটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে খেলাফত মজলিস। আজ এক যুক্ত বিবৃতিতে খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কার্গো ভিলেজে যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তার ক্ষতি অপূরণীয়। এর ফলে শুধুমাত্র যাত্রী ও কার্গো মালিকদের অপূরণীয় ক্ষতি সাধিত হয়নি, বরং বিমানবন্দরের নিরাপত্তা ও ব্যবস্থাপনাগত দুর্বলতার কারণে আন্তর্জাতিকভাবে সুনাম ক্ষুন্ন হওয়ারও আশংকা রয়েছে।
এর আগেও গত ৫দিনে ঢাকার মিরপুরে পোশাক ও কেমিক্যাল কারখানা এবং চট্টগ্রাম ইপিজেডের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যেখানে প্রাণহানী সহ অর্থনৈতিক ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হওয়ার খবর পাওয়া গেছে। আমরা উপরোক্ত ঘটনায় হতাহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি। ক্ষতিগ্রস্থদের উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করার জন্য সরকার ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।
ধারাবাহিক অগ্নিকাণ্ডের ঘটনায় জনমনে সন্দেহ সৃষ্টি হয়েছে যে, এসব নিছক কোন দূর্ঘটনা হতে পারে না। দেশবিরোধী অপশক্তি অভ্যুত্থান পরবর্তি বিভিন্ন সময়ে নাশকতা সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত। এই ক্ষেত্রে প্রশাসনকে অবশ্যই অগ্নিকাণ্ডের বিষয়ে সুষ্ঠু তদন্ত ও দোষীদের উপযুক্ত শাস্তির আওতায় আনতে হবে। দেশকে অস্থিতিশীল করতে যারাই পরিকল্পিতভাবে নাশকতায় জড়াচ্ছে তাদেরকে কঠোর হাতে দমন করতে হবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও দেশের নিরাপত্তা নিশ্চিতের জন্য সরকারকে এখনই কাযর্কর ব্যবস্থা গ্রহণ করতে হবে।