
জাতির সংবাদ ডটকম।।
রবিবার, বিকাল ৪:০০ টা থেকে ৫:০০ টা পর্যন্ত ঢাকার জাতীয় জাদুঘরের সামনে আর্থ ডেভলপমেন্ট ফাউণ্ডেশন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান আর্থ ক্লাব এবং বাংলাদেশ তামাক বিরোধী জোট (বাটা)’র যৌথ উদ্যোগে এক মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। এই মানববন্ধনের মূল উদ্দেশ্য ছিল তামাক নিয়ন্ত্রণ আইনকে শক্তিশালী করার জন্য সরকারের প্রতি আবেদন জানানো এবং জনমত গঠন করা, যাতে তামাক কোম্পানিগুলোর পক্ষ থেকে সরকারের নীতিনির্ধারণী পর্যায়কে নেতিবাচকভাবে প্রভাবিত করার প্রচেষ্টা ব্যর্থ হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর এ এফ এম সরোয়ার, সাবেক উপাধ্যক্ষ, বাংলাদেশ ডেন্টাল কলেজ এবং রিসার্চ অ্যাডভাইজর, সেন্টার ফর ল এন্ড পলিসি এফেয়ার্স। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বাংলাদেশ তামাক বিরোধী জোট (বাটা), আর্থ ডেভলপমেন্ট ফাউণ্ডেশন (ইডিএফ), ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট (WBB), ডেভেলপমেন্ট অ্যাকটিভিটিজ অফ সোসাইটি (DAS), সেন্টার ফর ল অ্যান্ড পলিসি অ্যাফেয়ার্স (CLPA), ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যুরো অফ ইকোনমিক রিসার্চ, বাংলাদেশ নেটওয়ার্ক ফর টোব্যাকো ট্যাক্স পলিসি, টোব্যাকো কন্ট্রোল অ্যান্ড রিসার্চ সেল, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এবং মানস-এর প্রতিনিধিরা।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন আর্থ ডেভলপমেন্ট ফাউণ্ডেশনের ইয়ুথ অফিসার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইয়ায আনাম স্বনন।
প্রধান বক্তারা বক্তব্য রাখেন:
মোঃ সুজন হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান আর্থ ক্লাবের সভাপতি, যুবসমাজে তামাক পণ্যগুলোর জনপ্রিয়তা এবং তার নেতিবাচক প্রভাব নিয়ে আলোচনা করেন।
সামি সাঈদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, তামাক কোম্পানির পক্ষ থেকে প্রদত্ত মিথ্যা পরিসংখ্যান এবং তার নেতিবাচক প্রভাবের বিষয় তুলে ধরেন।
ফারহানা জামান লিজা, প্রকল্প সমন্বয়ক, টোব্যাকো কন্ট্রোল অ্যান্ড রিসার্চ সেল, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, তামাকের জনস্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব নিয়ে আলোচনা করেন।
উম্মে জান্নাত কনী, প্রকল্প সমন্বয়ক, মানস, ডিজিটাল মিডিয়ার মাধ্যমে সিগারেট সেবনকে যুবসমাজের মধ্যে জনপ্রিয় করার বিষয়টি তুলে ধরেন।
আমিনুল ইসলাম, প্রধান নির্বাহি কর্মকর্তা, আর্থ ডেভলপমেন্ট ফাউণ্ডেশন (ইডিএফ), যুবসমাজে তামাক কোম্পানির করপোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি (CSR) এর মাধ্যমে তরুণদের প্রভাবিত করার বিষয়টি আলোচনা করেন।
অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে প্রফেসর এ এফ এম সরোয়ার তামাক নিয়ন্ত্রণ আইনকে শক্তিশালী করার গুরুত্ব এবং যুবসমাজকে এর নেতিবাচক প্রভাব থেকে রক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
মানববন্ধনে দাবি জানানো হয়: তামাক নিয়ন্ত্রণ আইন দ্রুত সংশোধন করে তা কার্যকর করা হোক, যেনো যুবসমাজকে তামাকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করা যায়।
এভাবে, এই মানববন্ধন এবং পথসভা সরকারের কাছে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের দাবি পুনরায় তুলে ধরার উদ্দেশ্যে সফলভাবে অনুষ্ঠিত হয়।