নড়াইল প্রতিনিধি।।
নড়াইল সদর উপজেলার আগদিয়া গ্রামের আসাদুজ্জামান খন্দকার নামে এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করে না পেয়ে ওই ব্যবসায়ীর বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বুধবার (২৯ অক্টোবর) রাত ৮টার দিকে আগদিয়া বাজারে মুদি ও ভূষিমাল ব্যবসায়ীর বসতবােিড়তে ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটে। এদিকে ককটেল বিস্ফোরণে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ব্যবসায়ীর পরিবার।
ভুক্তভোগী আসাদুজ্জামান খন্দকার জানান, গত ২৭ অক্টোবর রাতে দু’দফায় অজ্ঞাত ব্যক্তি মোবাইল ফোন করে তার কাছে ৬ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে বোমা মারার হুমকি দেওয়া হয়। পরের দিন (২৮ অক্টোবর) সদর থানায় ভুক্তভোগী একটি অভিযোগ দায়ের করেন।চাঁদা না দিয়ে থানায় অভিযোগ দায়েরের অজুহাতে বুধবার (২৯ অক্টোবর) দিবাগত রাত ৮টার দিকে অজ্ঞাত সন্ত্রাসীরা ওই ব্যবসায়ীর বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। পরে চাঁদার জন্য অজ্ঞাত হুমকিদাতা পুণরায় আসাদুজ্জামানকে ফোন করে বলে ‘আসাদ, তুই বলছিলি যা পারি করতে। দেখছিস পারি কি না’।
ব্যবসায়ী আসাদুজ্জামানের স্ত্রী শাপলা জানান,অজ্ঞাত সন্ত্রাসীদের হুমকি পাওয়ার পর থেকে আমরা পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভূগছি।
নড়াইল সদর থানার পরিদর্শক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।