কিশোর কন্ঠ পাঠক ফোরামের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

শুক্রবার, অক্টোবর ৩১, ২০২৫

মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা।।

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় কিশোর কন্ঠ পাঠক ফোরামের মেধা পরীক্ষায় অংশ নিলো ৭ শতাধিক শিক্ষার্থী। শুক্রবার (৩১অক্টোবর) সকাল ১০টায় স্থানীয় নাথের পেটুয়া ডিগ্রি কলেজ ও নাথের পেটুয়া মডেল স্কুল কেন্দ্রে অনুষ্ঠিত মেধা পরিক্ষায় উপজেলার ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪র্থ থেকে ১০ম শ্রেণির সাত শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
পরীক্ষার সামগ্রিক খোঁজ নিতে কেন্দ্র পরিদর্শনে আসেন কুমিল্লা দক্ষিণ জেলা কিশোর কন্ঠ পাঠক ফোরামের সাবেক উপদেষ্টা জয়নাল আবেদিন পাটোয়ারী।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা কিশোর কন্ঠ পাঠক ফোরামের সাবেক সদস্য সচিব ও কেন্দ্র সচিব মিজানুর রহমান, মনোহরগঞ্জ উপজেলা কিশোর কন্ঠ পাঠক ফোরামের উপদেষ্টা মাওলানা আবদুল গোফরান, কিশোর কন্ঠ পাঠক ফোরামের মনোহরগঞ্জ উপজেলা শাখার ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম রিপন,
পরীক্ষা পরিচালক ও মনোহরগঞ্জ উপজেলা পূর্ব কিশোর কন্ঠ পাঠক ফোরামের আহবায়ক রবিউল হোসেন, কিশোর কন্ঠ পাঠক ফোরামের মনোহরগঞ্জ উপজেলা পূর্বের সদস্য সচিব জোবায়ের হোসেন প্রমুখ।
পরিক্ষা কেন্দ্র গুলো পরিদর্শন শেষে কুমিল্লা দক্ষিণ জেলা কিশোর কন্ঠ পাঠক ফোরামের সাবেক উপদেষ্টা জয়নাল আবেদিন পাটোয়ারী বলেন -মনোহরগঞ্জ উপজেলা পূর্ব কিশোর কন্ঠ পাঠক ফোরামের আয়োজনে মেধা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকৃত সকল শিক্ষার্থীদেরকে তিনি অভিনন্দন জানান। তিনি যোগ্য মানুষ তৈরির প্রয়োজনীয়তার উপর জোর দিয় বলেন-কিশোর কন্ঠ পাঠক ফোরাম সকল সময়ে শিক্ষার্থীদেরকে মেধাবী রুপে গড়ে তুলতে বিভিন্ন ভাবে ভূমিকা রেখে আসছে। আজকের আয়োজন তারই একটি অংশ বিশেষ।

পরিক্ষা পরিচালক ও মনোহরগঞ্জ উপজেলা পূর্ব কিশোর কন্ঠ পাঠক ফোরামের আহবায়ক রবিউল হোসেন বলেন-কিশোর কন্ঠ স্কুল ও মাদরাসা পড়ুয়া শিক্ষার্থীদেরকে মেধাবী করে গড়ে তুলতে বহুমুখী কাজ করছে। আজকে মেধা বৃত্তি পরীক্ষাটি সর্বোচ্চ শৃঙ্খলার সাথে পরিচালনা করতে আমাদের একদল স্বেচ্ছাসেবী কাজ করছেন।