জামালপুর প্রতিনিধিঃ
পরিষ্কার-পরিচ্ছন্ন শহর ও গ্রাম আমাদেরই গর্ব এ আওয়াজ তুলে বৃহস্পতিবার জামালপুর ব্রহ্মপুত্র নদসহ পৌর এলাকার সড়ক, বাড়ি ঘর, ব্যবসা প্রতিষ্ঠান, অফিস কক্ষ ও প্রতিটি আঙ্গিনা পরিচ্ছন্ন রাখার অঙ্গীকার নিয়ে ক্যম্পেইনের আয়োজন করা হয়। সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করে উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক ও বাংলারচিঠি ডটকম এর সম্পাদক জাহাঙ্গীর সেলিম।

পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করে জামালপুর পৌরসভার প্রশাসক মৌসুমী খানম। অভিযানে অন্যান্যের মাঝে অংশ নেন সদর উপজেলা নির্বার্হী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকী, উন্নয়ন সংঘের পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল, জামালপুর এপির ভারপ্রাপ্ত এরিয়া ম্যানেজার উজ্জল পেট্রিক কোরাইয়া, পার্টনারশিপ সমন্বয়কারী সত্যভ্রত বিশ্বাস, উন্নয়ন সংঘ জামালপুর এরিয়া প্রোগ্রামের ব্যবস্থাপক মিনারা পারভীন, স্ক্রিপ্ট প্রকল্পের ব্যবস্থাপক লিটন সরকার, এসএমপি ব্যবস্থাপক শাহজাহান মিয়া, বিশিষ্ট শিক্ষক আমির উদ্দিন, জেলা ক্যাব সম্পাদক মো. সাজ্জাদ হোসেন, বিডি ক্লিনের সমন্বয়ক মেহেদী, অটোরিক্সা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সদস্যবৃন্দ, রিক্সাচালক শ্রমিক ইউনিয়নের সদস্যবৃন্দ, নগর উন্নয়ন কমিটির সদস্যগণ, যুব ফোরাম ও শিশু ফোরামের সদস্য , তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার প্রতিনিধি, তৃতীয় লীঙ্গের জনগোষ্ঠী, ওয়ার্ল্ড ভিশন, উন্নয়ন সংঘের কর্মকর্তা ও কর্মীসহ দেড় শতাধীক প্রতিনিধি।
পরিচ্ছন্নতা অভিযানের পূর্বে ফৌজদারি মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর পদক্ষিণ শেষে ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রাঙ্গনে গিয়ে সমবেত হন সবাই।
উদ্বোধনী বক্তৃতায় পৌরসভার প্রশাসক মৌসুমী খানম বলেন এই পৌর শহর আমাদের সকলের। আমরা যদি যত্রতত্র ময়লা না ফেলে ডাস্টবিনে রাখি তাহলে শহরটা পরিচ্ছন্ন থাকবে। আমাদের পরিচ্ছন্ন কর্মী নির্দিস্ট জায়গা থেকে গাড়ি যোগে ময়লাগুলো এনে ডাম্পিং স্টেশনে রাখবে। তিনি বলেন মানুষের অসচেতনতার কারণে আজ ব্রহ্মপুত্র নদসহ জলাশয়গুলো প্লাস্টিক, পলিথিনসহ অপচনশীল ও বিষাক্ত আবর্জনা ফেলে পানি দূষিত করা হয়েছে। আমরা সুন্দর একটা নগর গড়ে তুলতে চাই। উন্নয়ন সংঘ, ওয়ার্ল্ড ভিশনের মতো অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলো এগিয়ে আসলে পৌরসভার পক্ষে পরিচ্ছন্ন শহর গড়ে তুলতে সহজ হবে। তিনি আজকের ক্যাম্পেইন আয়োজনে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকল সংগঠনকে ধন্যবাদ জানান।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকী তার অভিব্যক্তি প্রকাশ করে বলেন এ ধরণের ক্যাম্পেইনের আয়োজন একটি অসাধারণ উদ্যোগ। পরিচ্ছন্নতার কাজটি ধারাবাহিক রাখতে হলে ব্যক্তিগত সচেতনতা এবং নৈতিকতাবোধ জাগ্রত রাখতে হবে। পরিস্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ এ বাণী আমাদের সকলের চেতনায় ধারণ করতে হবে।
সংক্ষিপ্ত আলোচনা শেষে বেলুন উড়িয়ে পরিস্কার পরিচ্ছন্নতা ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
পরে ব্রহ্মপুত্র পাড়ে ময়লার বাগাড় অপসারণে উপস্থিত সবাই অংশ নেন।
একইসাথে উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশনের মাধ্যমে বাস্তবায়নাধীন জামালপুর এরিয়া প্রোগ্রামের প্রেরণায় ও কারিগরি সহযোগিতায় জামালপুর পৌরসভার ১, ১০, ১১,১২ নং ওয়ার্ড এবং লক্ষিরচর ও শরিফপুর ইউনিয়নে একযোগে স্থানীয় জনগণের নেতৃত্বে পরিষ্কার-পরিচ্ছন্নতা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন নগর ও গ্রাম উন্নয়ন কমিটি, যুব ও শিশু ফোরাম এবং এলাকার জনগণ।
জানা যায় ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘ তাদের প্রতিটি কর্মএলাকায় এ ধরণের ক্যাম্পেইনের আয়োজন করে। প্রতিমাসের ছয় তারিখ এ ধরণের অভিযান পরিচালিত হবে বলে সংস্থা দুটির প্রতিনিধিরা জানান।