সাপাহারে নবাগত ইউএনও’র সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সৌজন্য সাক্ষাৎ

বৃহস্পতিবার, নভেম্বর ৬, ২০২৫

 

স্টাফ রিপোর্টারঃ

নওগাঁর সাপাহার উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ এর সঙ্গে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার বিকেল ৪ টায় সাপাহার উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম চৌধুরী (বেনু) এর নেতৃত্বে ছাত্রদল, যুবদল ও মহিলাদলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে নবাগত ইউএনও’র সঙ্গে মতবিনিময় করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান। সৌজন্য সাক্ষাতের সময় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ সাপাহারের সার্বিক উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, সহ-সভাপতি তরিকুল ইসলাম, সহ-সভাপতি রেজাউল করিম মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক সমেদুল হক, সাংগঠনিক সম্পাদক-১ আব্দুল্লাহ আনছারী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক রবিউল হক চৌধুরী (রবি), স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক মোত্তালেব মাস্টার, ক্রীড়া বিষয়ক সম্পাদক আহসান হাবীব, শ্রম বিষয় সম্পাদক সিরাজ বাবু, সাবেক ছাত্র ও যুব নেতা হোসাইন এমডি লোকমান, ছাত্রদলের সদস্য সচিব হাসান আলীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।