আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করে তাকে একজন মহান ব্যক্তি এবং বন্ধু হিসেবে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে আগামী বছরে তিনি ভারত সফর করতে পারেন। দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের অংশ হিসেবে ট্রাম্প ভারত সফর করতে পারেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, মোদীর সঙ্গে তার আলোচনা ‘দুর্দান্তভাবে এগিয়েছে’।
এসময় রাশিয়া থেকে ভারতের তেল কেনা কমিয়ে দেওয়ার কথা উল্লেখ করেন ট্রাম্প। বলেন, ‘মোদী মূলত রাশিয়া থেকে কেনাকাটা বন্ধ করে দিচ্ছেন। প্রধানমন্ত্রী মোদী একজন মহান মানুষ। তিনি আমার একজন বন্ধু। আমরা কথা বলি, তিনি চান আমি সেখানে যাই। আমরা এটির বিষয়ে সিদ্ধান্ত নেব।’
পরের বছর ভারত ভ্রমণের পরিকল্পনা করছেন কি না জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, হতে পারে’।
এর আগে ট্রাম্প জানান, এই বছরের শেষের দিকে আসন্ন কোয়াড শীর্ষ সম্মেলনে ভারত সফর করতে চান না তিনি। তার কয়েকমাস পরেই এ কথা জানালেন তিনি।
ভারতের ওপর অতিরিক্ত শুল্কারোপ করায় দেশ দুইটির মধ্যে সম্পর্ক অনেকটা স্তিমিত হয়ে পড়ে। বিশেষজ্ঞদের ধারণা, ট্রাম্পের এই ভারত সফরের ইঙ্গিত সে দুরাবস্থা থেকে কাটিয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছে। শুল্কারোপ নিয়ে ট্রাম্প ও মোদির মধ্যে সম্পর্কের যে টানাপোড়েন চলছে, তার অবসান ঘটার সম্ভাবনা রয়েছে।
সূত্র: এনডিটিভি