সাঁথিয়ায় নদীর মাটি বিক্রয়ের অপরাধে ৫ জনকে জরিমানা

রবিবার, নভেম্বর ৯, ২০২৫

 

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি:

পাবনার জেলার সাঁথিয়া উপজেলার পুরান ধুলাউড়ির চিকনাই নদীর খননকৃত মাটি বিক্রয়ের অপরাধে পাঁচ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিজু তামান্না। আজ রোববার (০৯ নভেম্বর,২০২৫ খ্রি.) বালু মহাল ও জলমহাল ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারা অনুযায়ী এ জরিমানা করেন তিনি। এর আগে শনিবার (০৮ নভেম্বর) রাতে চুরি করে মাটি বিক্রয়ের সময় অভিযান পরিচালনা করে ৫ জনকে আটক করে যৌথ বাহিনী।

সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না বলেন, ভ্রাম্যমাণ আদালতে ভেকুর মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

#এম এ হাই
সাঁথিয়া, পাবনা।
০৯-১১-২০২৫ খ্রি.সাঁথিয়ায় নদীর মাটি বিক্রয়ের
অপরাধে ৫ জনকে জরিমানা

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি: পাবনার জেলার সাঁথিয়া উপজেলার পুরান ধুলাউড়ির চিকনাই নদীর খননকৃত মাটি বিক্রয়ের অপরাধে পাঁচ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিজু তামান্না। আজ রোববার (০৯ নভেম্বর,২০২৫ খ্রি.) বালু মহাল ও জলমহাল ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারা অনুযায়ী এ জরিমানা করেন তিনি। এর আগে শনিবার (০৮ নভেম্বর) রাতে চুরি করে মাটি বিক্রয়ের সময় অভিযান পরিচালনা করে ৫ জনকে আটক করে যৌথ বাহিনী।

সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না বলেন, ভ্রাম্যমাণ আদালতে ভেকুর মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।