পাইকগাছা প্রতিনিধিঃ
খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব ও খুলনা – ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হাসান বাপ্পী বলেছেন নির্বাচন যত এগিয়ে আসছে একটি রাজনৈতিক দল নির্বাচন পিছিয়ে দিতে উঠে পড়ে লেগেছে। নির্বাচনে জনগণ তাদের প্রত্যাখ্যান করতে পারে এমন আশঙ্কায় দলটি নির্বাচন যাতে না হয় এজন্য নানা তালবাহানা করছে এবং কৌশলগত অবস্থান নিয়ে গভীর ষড়যন্ত্র করছে। তিনি বলেন গনতন্ত্র প্রতিষ্ঠা ও ও একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য যে জুলাই গণঅভ্যুত্থান, নির্বাচন ছাড়া এই আন্দোলন এবং আত্মত্যাগ মূল্যহীন হয়ে যাবে। এজন্য সরকারের উচিত যথাসময়ে নির্বাচন দিয়ে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। মনিরুল হাসান বাপ্পী আরো বলেন প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে বিএনপি পুরো প্রস্তুতি নিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। এখন আর ঘরে বসে থাকলে হবে না। নেতাকর্মীদের প্রতিটি মানুষের কাছে গিয়ে তারেক রহমানের সালাম দিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে হবে। তিনি বলেন উন্নয়ন এবং মানুষের সেবা করার আমার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। মহান আল্লাহর অশেষ কৃপা এবং জনগণের দোয়া ও সমর্থনে আমি নির্বাচিত হলে এবং বিএনপি ক্ষমতায় আসলে পাইকগাছা কয়রা আর অবহেলিত থাকবে না। জেলার অন্যান্য এলাকার ন্যায় অবহেলিত এ অঞ্চল কে উন্নয়নের ডালি দিয়ে সাজানো হবে। তিনি রোববার সকালে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনার পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত দলীয় সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ-সব কথা বলেন। উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক কেএম আশরাফুল আলম নান্নু, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রি, জেলা বিএনপি নেতা এডভোকেট জিএম আব্দুস সাত্তার, শাহাদাৎ হোসেন ডাবলু, শামসুল আলম পিন্টু, শেখ ইমাদুল ইসলাম। উপজেলা বিএনপির সদস্য সচিব সাবেক প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক ও পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা তৌহিদুজ্জামান মুকুল, আবুল হোসেন, কাজী সাজ্জাদ আহমেদ মানিক, আবু তালেব, এডভোকেট একরামুল হক বিশ্বাস, সরদার ফারুক আহমেদ, পৌর বিএনপি নেতা সেলিম রেজা লাকি, এসএম মোহর আলী, মেছের আলী সানা, মাষ্টার মুজিবুর রহমান, ইমরান সরদার, ওবায়দুল্লাহ সরদার, আবু হুরায়রা বাদশা ও নাজমুল হুদা মিন্টু। সভায় উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীল সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।