নাটোর প্রতিনিধি।।
দশম গ্রেডে উন্নীতকরণ সহ ৩ দফা দাবিতে নাটোরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের দ্বিতীয় দিনের মতো কর্ম বিরতিতে স্থবির হয়ে পড়েছে শিক্ষার গোড়া পত্তনকারী ব্যবস্থায়। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান জানান, শিক্ষকদের কর্মবিরতির কারণে জেলার ৭৩৮টি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কার্যত অচল হয়ে পড়েছে। শিক্ষককরা প্রতিষ্ঠানে এলেও নিচ্ছেন না ক্লাস। ফলে শিক্ষার্থীরা খেলাধুলা ও হইহুল্লোর করে সময় পার করছে। নাটোর সদর উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সেলিম শেখ জানান, কেন্দ্রের নির্দেশ না আসা পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে।
নাটোর শহরের বড় হরিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জেসমিন জাহানারা বলেন, এটা তাদের মর্যাদার প্রশ্ন। তিনি বলেন আমরা দাবি করতেই পারি তাই বলে আমাদের নির্যাতন করা কোনমতে কাম্য নয়। কবে সমাধান আসে সেই প্রতিক্ষায় রয়েছেন বলে জানান তারা।