আয়ান ফাইটার্সের খেলোয়াড়দের মাঝে নতুন জার্সি বিতরণ

মঙ্গলবার, নভেম্বর ১১, ২০২৫

শহীদ আহমদ খান।।

মল্লিকা আদর্শ সমাজ কল্যাণ সংস্থা এর উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট অংশগ্রহণকারী দল আয়ান ফাইটার্স এর খেলোয়াড়দের মাঝে নতুন জার্সি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) বেলা ২টায় সিলেট নগরীর কালাপাথর মাঠে তাদের মধ্যে এই জার্সি বিতরণ অতিথিবৃন্দ।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো. জামাল উদ্দিন, আব্দুল্লাহ শফি শাহেদ, রেজওয়ান আহমদ, শাহেদ সিরাজ, সুমন দাস, রুশন আলী, সুকন, মাছুম আহমদ, শাহরিয়ার মাহমুদ সাজন, রুবেল আহমদ, রাসেল, সুজন, ফরিদ, রাকু, রাব্বী, আরিফ প্রমুখ। খেলোয়াড়বৃন্দরা হলেন, সাইফুল, জীবন, সাঈদ, পারভেজ, লিংকন, কাজল, পিনু, মাহফুজ, হামজা, নুর, নাঈম, সাদেক।
এসময় বক্তারা বলেন, খেলাধুলা শরীর ও মন দুটোকেই সুস্থ রাখে এবং পারস্পরিক সৌহার্দ্য, শৃঙ্খলা ও দলগত মানসিকতা বৃদ্ধি করে। বর্তমান প্রজন্মকে ইতিবাচক চর্চায় যুক্ত করতে খেলাধুলার বিকল্প নেই। আমাদের যুবসমাজ যাতে মাদক, অপরাধ ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থাকে এবং শৃঙ্খলাপূর্ণ জীবন গড়ে তোলে, তাই তাদের খেলাধুলায় মনোযোগী রাখতে হবে। মল্লিকা আদর্শ সমাজ কল্যাণ সংস্থা প্রতি বছর বিভিন্ন খেলাধুলা আয়োজন করে যুব সমাজকে খেলাধুলায় মনোযোগী করে তোলে। বক্তারা আয়ান ফাইটার্স দলের প্রতি শুভকামনা জানিয়ে টুর্নামেন্টে সেরা পারফর্মেন্স প্রত্যাশা করেন।