ছাতক-দোয়ারায় বিএনপি শক্তিশালী ও ঐক্যবদ্ধ-কলিম উদ্দিন আহমেদ মিলন

মঙ্গলবার, নভেম্বর ১১, ২০২৫

শহীদ আহমদ খান।।

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, সাবেক সংসদ সদস্য ও সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, ছাতক-দোয়ারায় বিএনপি শক্তিশালী ও ঐক্যবদ্ধ। দলীয় নেতাকর্মীদের শ্রম-ঘাম অতীতেও কাজে লেগেছে এবং আগামীতেও আপনাদের পরিশ্রম কাজে লাগবে। নির্বাচনের জন্য আপনাদেরকে ধানের শীষ প্রতিকের পক্ষে কাজ করেন। আপনারা আমাকে নিয়ে দলের দুঃসময়ে আন্দোলন সংগ্রামে অংশ গ্রহণ করার ফলেই দল আমাকে মনোনয়ন দিয়েছে। মনোনয়ন পেয়ে আমি আপনাদের কাছেই এসেছি। আমি আপনাদের দোয়া ও সহযোগিতা চাই।
তিনি আরো বলেন, একটি দল রাজনীতির নামে দেশে বিভ্রান্ত চড়াচ্ছে। তারা পিআর, গণভোট ইত্যাদি নানা অজুহাত সৃষ্টি করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাদেরকে ভোট দিলে তারা বেহেশত পাইয়ে দিবে এমন বক্তব্য দিয়ে মানুষের মাঝে বিভ্রান্ত ছড়াচ্ছে। যারা এসব কাজ করছে তাদেরকে আপনারা ভোটের ব্যাপারে “না” বলুন। এদের বুঝিয়ে দিন ধর্ম নিয়ে এতোদিন অপরাজনীতি করেছেন এখন দেশের মানুষ আর আপনাদের ধোকায় পড়বেনা।
কলিম উদ্দিন আহমেদ মিলন মঙ্গলবার (১১ নভেম্বর) দিনব্যাপী দোয়ারা বাজার উপজেলার বাংলাবাজার ও নরশিংপুর ইউনিয়নের হকনগর বাজারে বিএনপির ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ, ধানের শীষ প্রতিকের সমর্থনে গণসংযোগ, মিছিল ও পথসভা করেছেন। তিনি বাংলাবাজার, বালিউরা বাজার, কলাউরা পয়েন্ট ও বাশতলা-হকনগর বাজারে বিএনপি আয়োজিত পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
এসব পথ সভা ও জনসংযোগ ও লিফলেট বিতরণে সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শামছুল হক নমু, হাজী আব্দুল বারী, উপজেলা বিএনপির আহবায়ক আলতাফুর রহমান খছরু, ছাতক পৌর বিএনপির আহবায়ক শামছুর রহমান শামছু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সুমেন, সামসুর রহমান বাবুল, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কয়েছ আহমেদ, আতাউর রহমান এমরান, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য তানিমুল ইসলাম, শফি উদ্দিন, দোয়ারাবাজার উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এখলাছুর রহমান তালুকদার, বাংলাবাজার ইউনিয়ন বিএনপির আহবায়ক আমির হোসেন মেম্বার, মান্নারগাঁও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ইসমাইল আলী, নরশিংপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুর রউফ, জেলা যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক আব্দুল কাইয়ুম, দোয়ারাবাজার উপজেলা কৃষকদলের আহবায়ক ফরিদ উদ্দিন, যুবদলের আহবায়ক মাধব রায়, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামীম পাশা রিগেন, যুগ্ম আহবায়ক আব্দুল মতিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফখরুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল মালেক, সেলিম আহমদ, জুবায়ের আহমেদ মজুমদার, ডা. জহির উদ্দিন, ডা. আলম শিকদার, আব্বাছ মিয়া মেম্বার, যুবদল নেতা সুলতান আহমেদ, আমির হোসেন,আলম মিয়া, মেরাজুল ইসলাম, রুবেল আহমুদ, ছাত্রদলের শিব্বির আহমদ সহ হাজার-হাজার বিএনপি নেতাকর্মী উপস্থিত ছিলেন।