ঢাকা সহ বাংলাদেশের সকল দোকান, বাণিজ্য বিতান এবং শপিংমল খোলা রাখার সিদ্ধান্ত ‎

বুধবার, নভেম্বর ১২, ২০২৫

প্রেস বিজ্ঞপ্তি।।
‎বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় আগামী ১৩-১১-২০২৫ ইং তারিখে ঢাকা সহ বাংলাদেশের সকল দোকান, বাণিজ্য বিতান এবং শপিংমল খোলা রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

‎আগামী ১৩-১১-২০২৫ ইং তারিখে ঢাকা সহ বাংলাদেশের সকল দোকান, বাণিজ্য বিতান এবং শপিংমল যথারীতি খোলা থাকবে।



‎মো: নাজমুল হাসান মাহমুদ
‎সভাপতি,
‎বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক
‎সমিতি।


‎মো: আরিফুর রহমান টিপু
‎সভাপতি,
‎ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী
‎মালিক সমিতি।