মনোহরগঞ্জে নাশকতার মামলায় আ’লীগ নেতা গ্রেপ্তার

বুধবার, নভেম্বর ১২, ২০২৫

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা।।

কুমিল্লার মনোহরগঞ্জে নাশকতার মামলায় নিষিদ্ধ সংগঠন ফ্যাসিস্ট আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে মনোহরগঞ্জ থানা পুলিশ।

মঙ্গলবার দিবাগত (১১ নভেম্বর) রাত ২টার দিকে হাসনাবাদ ইউনিয়নের মনিপুর গ্রামের সাহাব উদ্দিনকে তার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। তিনি ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষকে হয়রানি করাসহ দখলবাজির অভিযোগ রয়েছে। তার গ্রেপ্তারে স্বস্তি প্রকাশ করে এলাকাবাসী।
মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২২ এপ্রিল “মনোহরগঞ্জ থানাধীন এলাকায় বিএনপি অফিস পোড়ানোর অভিযোগে দায়ের করা মামলায় আসামি হিসেবে সাহাব উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।” যথারীতি তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।