শ্রীমঙ্গলে এস এ পরিবহন থেকে ১১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ১

বুধবার, নভেম্বর ১২, ২০২৫

 

জাতির সংবাদ ডটকম।। 

শ্রীমঙ্গলে এস এ পরিবহন থেকে ১১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, একজন আটক।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এস এ পরিবহন স্থানীয় শাখা থেকে অবৈধভাবে আমদানি করা ভারতীয় পণ্য জব্দ করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ লাখ টাকা।

সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ( ১১ নভেম্বর ) দুপুরে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালায়।
এ সময় ভারত থেকে অবৈধভাবে আনা বিভিন্ন ধরনের পণ্য উদ্ধার করা হয় এবং একজন ব্যক্তিকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।