স্টাফ রিপোর্টারঃ নওগাঁর সাপাহারে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার জমিসহ ঘর পেয়েছে আরও ৯৬ টি ভূমিহীন গৃহহীন পরিবার।
বুধবার সকাল ১১ টায় গণভবন থেকে ভার্চুয়ালী সংযুক্ত থেকে সারাদেশে ন্যায় নওগাঁর সাপাহার উপজেলায় দ্বিতীয় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহদান কর্মসূচির শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ উপলক্ষে সাপাহার উপজেলা প্রশাসন আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার আরো ৯৬ টি ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে জমির দলিল,নামজারী ও খতিয়ান হস্তান্তর করা হয়।
এর আগে ভিডিও কনফারেন্সে সংযুক্ত থেকে বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি উপকার ভোগীদের সাথে কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন’র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল, থানার অফিসার ইনচার্জ ওসি হুমায়ুন কবির, উপজেলা আ’লীগের সম্পাদক মাসুদ রেজা সারোয়ার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ওমর আলী মোল্লা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী খাদিজা আক্তার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ইউপি চেয়ারম্যানগণ, বিশিষ্ট সমাজসেবক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুবিধাভোগী গণ উপস্থিত ছিলেন । প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চতুর্থ পর্যায়ে প্রথম ধাপে ৯৬ টি গৃহ হস্তান্তর করা হয়। ৯৬ টি বাড়ির মধ্যে নিশ্চিন্তপুর ভেড়াকুড়ি ৩২ টি, ভূমি অফিসের নিকট ৩ টি, নিশ্চিন্তপুর পুলিশ ফাঁড়ির নিকট ১৫ টি, লালচান্দা ৩৬ টি ও রসুলপুরে ১০ টি বাড়ি সুবিধা ভোগীদের নিকট হস্তান্তর করা হয়েছে।