জাতির সংবাদ ডটকম।।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রতিটি বিভাগের ছাত্রীদের জন্য আলাদা কমনরুম বরাদ্দ থাকা শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি। বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি বিভাগে এ সুবিধা থাকলেও অর্ধেক বিভাগেই এখনো ছাত্রীদের জন্য নির্দিষ্ট কমনরুম নেই। বিভিন্ন সময় ছাত্রীরা এবং ছাত্রসংগঠনগুলোর পক্ষ থেকে দাবি জানালে তা পূরনে ব্যর্থ হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ফলে দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসুবিধা নিশ্চিতকরণ নিয়ে প্রশ্ন রয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ের ৩৬ টি বিভাগের মধ্যে ছাত্রী কমনরুম সুবিধা আছে মাত্র ১৮ টি বিভাগে। এছাড়াও আটটি অনুষদের মধ্যে পাঁচটিতে ছাত্রী কমনরুম নেই। তবে প্রতিটি বিভাগে ছাত্রী কমনরুম নিশ্চিতে কাজ চলছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ, আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, লোক প্রশাসন, ইংরেজি, ফোকলোর স্টাডিজ, হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, টুরি্যজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, গণিত, পরিসংখ্যান, জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্ট, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগে ছাত্রী কমনরুম রয়েছে। অন্যদিকে আরবি ভাষা ও সাহিত্য, সোস্যাল ওয়েলফেয়ার, রাষ্ট্রবিজ্ঞান, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান, আল-ফিকহ এন্ড ল’, আইন, ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট, ডেভেলপমেন্ট স্টাডিজ, মার্কেটিং, অর্থনীতি, বাংলা, ব্যবস্থাপনা, চারুকলা, ফিন্যান্স এন্ড ব্যাংকিং, কমিউনিকেশন এন্ড মাল্টিমিডিয়া জার্নালিজম, ফলিত রসায়ন ও কেমিকৌশল, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে এখনো ছাত্রীদের জন্য আলাদা কমনরুমের ব্যবস্থা নেই।
এসব বিভাগে ছাত্রীদের জন্য কমনরুম সুবিধা না থাকায় প্রতিনিয়ত নানা ধরনের সমস্যার সম্মুখীন হন নারী শিক্ষার্থীরা। পর্দা করা, হিজাব-নেকাব পরিধান, ক্লাস করার মাঝে বিশ্রাম, খাবার ও পানি পান, নিজস্ব অতিথি আপ্যায়ন, বাচ্চাকে ব্রেস্ট ফিডিং এবং পিরিয়ডের জরুরী প্রয়োজনে কমনরুমের বিকল্প নেই। এ বিষয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্রী রোকসানা খাতুন ইতি বলেন, ‘আমাদের বিভাগ সহ বিশ্ববিদ্যালয়ের অনেক বিভাগেই কমনরুম নেই। বর্তমানে এটি সময়ের দাবি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।’
আরেক ছাত্রী চারুকলা বিভাগের তাফান্নুম সিদ্দিকা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে অর্ধেক নারী শিক্ষার্থী থাকলেও তাদের জন্য অধিকাংশ বিভাগেই নির্দিষ্ট কমনরুম না থাকায় শিশুদের ব্রেস্ট ফিডিংসহ ব্যক্তিগত প্রয়োজনে বারান্দায় দাড়িয়ে থাকতে হয়, যা অত্যন্ত কষ্টদায়ক। অতিদ্রুত প্রতিটি বিভাগে স্যানিটারী ন্যাপকিনের ভেন্ডিন মেশিন, নিরাপদ পানির ব্যবস্থা ও কমনরুম সুবিধা নিশ্চিতের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানাই।’
ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম বলেন, ‘আমরা প্রতিটি বিভাগে বা বিল্ডিংয়ে ছাত্রীদের জন্য কমনরুম নিশ্চিত করতে চাই। প্রাইভেসির কারনে ছেলে শিক্ষার্থীদের মতো তারা যেখানে সেখানে বসতে পারেনা। উপাচার্য স্যারের নির্দেশে প্রতিটি বিভাগে চিঠি দিয়েছি। বিভাগ তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করলে তথ্যগুলো প্রশাসনের কাছে উপস্থাপন সাপেক্ষে তারা এবিষয়ে ব্যবস্থা নিবে।’
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম বলেন, ‘যে বিভাগগুলোতে ছাত্রী কমনরুম নেই তারা চাইলে অবশ্যই বিষয়টি নিয়ে আমরা কাজ করব।’