বিআরজেএ’র চেয়ারম্যান শাখাওয়াত হোসেন চৌধুরীর বাম পায়ে সফল অস্ত্রোপচার

শনিবার, নভেম্বর ১৫, ২০২৫

জাতির সংবাদ ডটকম।।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক এসোসিয়েশন (বিআরজেএ)-এর চেয়ারম্যান শাখাওয়াত হোসেন চৌধুরী-এর বাম পায়ে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। আঘাতের কারণে সৃষ্টি হওয়া পচন থেকে মুক্তি পেতে চিকিৎসকরা তাঁর বাম পা হাঁটুর নিচ থেকে কেটে ফেলতে বাধ্য হয়েছেন।

বিগত ৪ আগস্ট ২০২৪ তারিখে ফ্যাসিস্ট শেখ হাসিনা বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার সময় জাতীয় প্রেস ক্লাবের সামনে শাখাওয়াত হোসেন চৌধুরী বাম পায়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। দীর্ঘদিন চিকিৎসায়ও সেই আঘাত নিরাময় না হওয়ায় একপর্যায়ে পায়ে পচন ধরে, যার চূড়ান্ত পরিণতিতে তাঁর পা কেটে ফেলতে হয়।

বর্তমানে তিনি জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ওয়ার্ড নং-৮০১, সিট-১৮, লিফটের-৮ এ চিকিৎসাধীন আছেন।
শারীরিক এই অবস্থার পরিপ্রেক্ষিতে, শাখাওয়াত হোসেন চৌধুরী জাতীয় প্রেস ক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)-এর নেতাদের কাছে সাহায্যের জন্য আবেদন জানিয়েছেন। তিনি এক আবেদনে সাংবাদিক নেতাকর্মীদের কাছে সহযোগিতাসহ বাকী জীবন চলার জন্য কৃত্রিম পা প্রতিস্থাপনে সহায়তা চান। একই সাথে তিনি দেশের সকল সাংবাদিক এবং দেশবাসীর কাছে তাঁর দ্রুত আরোগ্য ও বাকি জীবন চলার জন্য সাহস, অনুপ্রেরণা, সহযোগিতা ও দোয়া চেয়েছেন।