জাতির সংবাদ ডটকম।।
আজ রবিবার, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর জোন ৪/২ এর আওতাধীন গুলশান এলাকায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা অপসারণের লক্ষ্যে মোবাইল কোর্টের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এসময় আবাসিক ভবনে অননুমোদিত অ-আবাসিক ব্যবহার বন্ধ ও অবৈধ ভাবে নির্মিত একাধিক দোকান ও রেস্টুরেন্ট অপসারণ করা হয়।
বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন সরকার এবং গুলশান সোসাইটির কর্মকর্তাদের উপস্থিতিতে জোন-৪/২, আবাসিক প্লটে অবৈধভাবে অ-আবাসিক/বাণিজ্যিক ব্যবহার করায় মোট ৪টি ভবনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট চলাকালে গুলশান তাজউদ্দীন পার্কে, পার্কের শর্ত ভঙ্গ করে অবৈধভাবে ইয়ুথ ক্লাবে বাণিজ্যিক ব্যবহার করায় ক্লাবের অফিসভবন সিলগালা করা হয়।
এছাড়াও গুলশান পিংকসিটি শপিং মলের বেজমেন্টে অবৈধভাবে নির্মিত স্থাপনা আগামী ৩ দিনের মধ্যে অপসারণের নির্দেশ দিয়ে ৩০০/- টাকার স্ট্যাম্পে অঙ্গীকার নামা নেওয়া হয়।
অভিযান চলাকালে গুলশান ৯৮ নং রোডে নির্মাণাধীন একটি রেস্টুরেন্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বিদ্যুৎ মিটার ডেসকোর কাছে হস্তান্তর করা হয় এবং গুলশান ৯৭ নং রোডে আবাসিক ভবনে একসাথে আটটি সিলিন্ডার দিয়ে বিপদজনক ভাবে বাণিজ্য রেস্টুরেন্ট পরিচালনা করায় রেস্টুরেন্টেটি বন্ধ করা হয়ে, এবং সিলিন্ডার অপসারণ করা হয়।
এসময় গুলশান ৯৮ নং রোডে অবৈধ রেস্টুরেন্টে Green and Papers এর কার্যক্রম বন্ধ করে সীলগালা করা হয়।
এছাড়াও মোবাইল কোর্টে বাড্ডা পুর্নবাসান এলাকায় রাস্তা দখল করে অবৈধভাবে নির্মিত ২টি দোকান অপসারণ করা হয়। রাজউক এর ইমারত নির্মাণ বিধিমালার ব্যত্যয় করে নির্মিত স্থাপনাসমূহ অপসারণের লক্ষ্যে রাজউক কর্তৃক নিয়মিত মোবাইল কোর্ট কার্যক্রম চলমান রয়েছে যার অংশ হিসেবেই পরিচালিত হয় আজকের মোবাইল কোর্ট ও উচ্ছেদ কার্যক্রম।
এসময় আরও উপস্থিত ছিলেন রাজউক এর অথরাইজড অফিসার কায়সার পারভেজ, সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শক সহ উচ্ছেদ কার্যক্রম সংশ্লিষ্ট রাজউক ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ।
এসময় দীর্ঘদিন ধরে দখলকৃত এসকল স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালনার জন্য গুলশান সোসাইটি ও অত্র এলাকাবাসীগণ রাজউক ও রাজউক চেয়ারম্যানকে ধন্যবাদ জ্ঞাপন করেন।