।। নীলাঞ্জনা ।।
তোমার সময়ের কড়ায় গন্ডায়
আমি হিসাব চাই
ভালোবাসায় আর না বাসায় !
কতটুকু তুমি আমার থাকো
কতটুকু অন্যের !
কতক্ষণ তুমি আমাতে ডুবে থাকো
আর কতক্ষণ তুমি অন্যতে ভাসো
তোমার পায়ের নোখ থেকে চুল পর্যন্ত
কতটুকু আমি থাকি কতটুকু সে ?
সব ,সব, সবকিছুর আমি
চুলচেরা হিসাব চাই !
আমি অন্য সব নারীর মত
সংসারে হিসেবী নই
বলা যায় বেহিসেবী !
তবে ভালোবাসায় খুব হিসেবী
বলতে পারো কৃপণ
যক্ষের ধনের মত তোমায়
দিবানিশি আগলে রাখি
হিসেবের নামতায় !