হাসিনাকে দেশে ফিরিয়ে না আনলে এই রায়ের কোনো মূল্য নেই : মীর স্নিগ্ধ

সোমবার, নভেম্বর ১৭, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, এই রায়ের কোনো মূল্য নেই। যদি না শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে দেশে ফিরিয়ে এনে এটা কার্যকর করা না হয়। যদি ফাঁসি কার্যকর করা না হয়, তাহলে আওয়ামী দোসররা তাদের প্রোপাগান্ডা চালিয়ে যাবে।

আজ সোমবার (১৭ নভেম্বর) বিকেল ৩টা ৪০ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বের হয়ে সাংবাদিকদের তিনি বলেন, “যদি ফাঁসি কার্যকর না হয়, তাহলে আওয়ামী দোসররা তাদের প্রোপাগান্ডা চালিয়ে যাবে। তাই যত দ্রুত সম্ভব তাদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হোক।”

ভারতের উদ্দেশে তিনি বলেন, “একজন খুনি ফ্যাসিস্টকে নিজেদের কাছে না রেখে তাকে বাংলাদেশের জনগণের কাছে ফিরিয়ে দিন। দেশের মানুষই ফ্যাসিস্ট হাসিনার ব্যাপারে সিদ্ধান্ত নেবে।”

স্নিগ্ধ আরও জানান, শহীদ পরিবারগুলো সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনের পাঁচ বছরের কারাদণ্ডে সন্তুষ্ট নয়। তিনি বলেন, “যদিও তিনি রাজসাক্ষী, তবুও পাঁচ বছর নয়, তার যাবজ্জীবন সাজা হওয়া উচিত ছিল। উচ্চ আদালতে আপিলের সুযোগ থাকলে আমরা আপিল করব।”