মালোয়েশিয়ায় এবি পার্টি প্রতিনিধিদলের কর্মব্যস্ত সময় অতিবাহিত। প্রধানমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাথে সাক্ষাৎ ও মতবিনিময়।

বৃহস্পতিবার, মার্চ ২৩, ২০২৩

জাতির সংবাদ ডটকম।।
আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) তিন সদস্যের এক প্রতিনিধিদল সম্প্রতি মালোয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর সফর করেন। দলের সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু’র নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন দলের যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার খান আজম, সিনিয়র সহকারী সদস্য সচিব ব্যারিস্টার নূরুল গাফফার।
কুয়ালালামপুর সফরকালে এবি পার্টির নেতৃবৃন্দ মালোয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সিরি হাজী আনোয়ার বিন ইব্রাহিমের সাথে সাক্ষাৎ ও মতবিনিময় করেন। আমন্ত্রিত অতিথি হিসেবে তাঁরা প্রধানমন্ত্রীর বাসভবনে দেয়া এক রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নেন।

নৈশভোজে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের স্ত্রী বর্তমান সংসদ সদস্য ও সাবেক ডেপুটি প্রাইম মিনিস্টার ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইলের সাথেও তারা সৌজন্য সাক্ষাৎ এবং কুশল বিনিময় করেন। নেতৃবৃন্দ সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব আন্তর্জাতিক অতিথি হিসেবে পর্যবেক্ষণ করেন। তারা মালোয়েশিয়ার ডোমেস্টিক ট্রেড এন্ড কস্ট অব লিভিং মন্ত্রী, আমানাহ পার্টির ডেপুটি চেয়ার জনাব ওয়াই বি সালাহ উদ্দিন আইউবি, বিশিষ্ট পার্লামেন্টারিয়ান সাবেক প্রতিরক্ষা মন্ত্রী হিশাম উদ্দিন হোসেইন এবং সংসদে সরকার দলীয় চিপ হুইপ ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ড. জুলকিফি আহমেদের সাথে সাক্ষাৎ ও মতবিনিময় করেন। তারা সংসদে চিফ হুইপের দেয়া মধ্যাহ্নভোজে অংশ নেন। এবি পার্টি নেতৃবৃন্দ সকলের নিকট এবি পার্টির স্যুভেনির উপহার দেন এবং এবি পার্টির পরিচিতি ও দলীয় নীতি, কর্মসূচি, লক্ষ্য ইত্যাদি তুলে ধরেন। এছাড়াও এবি পার্টির নেতারা কয়েকটি বিশ্ববিদ্যালয়, বিভিন্ন থিংক ট্যাংক ও সরকারের পরিকল্পিত কৃষি প্রকল্প সমূহ পরিদর্শন করেন।
কুয়ালালামপুর অবস্থানকালে প্রবাসী বাংলাদেশীদের কয়েকটি মতবিনিময় সভায়ও এবি পার্টির নেতারা বক্তব্য রাখেন এবং তাদের নানা সমস্যা নিয়ে আলোচনা করেন।
প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাথে সাক্ষাৎ ও মতবিনিময়কালে এবি পার্টি নেতৃবৃন্দ বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় তুলে ধরেন। তারা প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন সমস্যা প্রসঙ্গে মালোয়েশিয় সরকারের আরও বেশী আন্তরিক সহযোগিতা কামনা করেন। ১০ দিনের সফর শেষে ২০ মার্চ এবি পার্টি নেতৃবৃন্দ দেশে ফিরে আসেন।