মাধবপুরে ৫৫ বিজিবির বিশেষ অভিযানে কোটি টাকার চোরাই পণ্য আটক

মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫

 

ত্রিপুরারী দেবনাথ তিপু, হবিগঞ্জ।।

হবিগঞ্জের মাধবপুরে বিপুল পরিমাণ ভারতীয় জিরা এবং একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
যার মূল্য ১ কোটি ২ লক্ষ টাকা।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর বেলা গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৭ নভেম্বর বিকাল বেলা মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞপ্তিতে জানান, হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে কাভার্ড ভ্যানযোগে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য দেশের বিভিন্ন স্থানে পাচারের চেষ্টা চলছে।

পরবর্তীতে সন্ধ্যায় একটি সন্দেহজনক কাভার্ড ভ্যান ওই স্থানে পৌঁছালে টহল দল সংকেত দিয়ে গাড়িটি থামায়। তল্লাশী করে মালিকবিহীন বিপুল পরিমাণ ভারতীয় জিরা এবং যানবাহনটি জব্দ করা হয়। তল্লাশির সময় গাড়ির বৈধ কোনো কাগজপত্র পাওয়া যায়নি এবং মালামালেরও কোনো দাবিদার পাওয়া যায়নি; ফলে পণ্যগুলোকে অবৈধ ভারতীয় চোরাই মাল হিসেবে জব্দ করা হয়।জব্দকৃত জিরার পরিমান ৪ হাজার ৮ শত কেজি।

জব্দকৃত মালামাল ও কাভার্ড ভ্যান আইনানুযায়ী সিজার তালিকা প্রস্তুত করে তাৎক্ষণিকভাবে শায়েস্তাগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।

এবিষয়ে ৫৫ বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান তানজিল বলেন, সীমান্তে অপরাধ দমন ও মাদক পাচারকারীদের বিরুদ্ধে বিজিবি তৎপর রয়েছে। আমাদের নিয়মিত অভিযান চলমান থাকবে।