জাতির সংবাদ ডটকম।।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় মাইলফলক হয়েছে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ‘মাইলফলক’ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ–যুববিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ।
মঙ্গলবার রাজধানীর লালবাগে ধানের শীষের পক্ষে প্রচারণা ও তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ ও পথসভা শেষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মীর নেওয়াজ আলী বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও তার দুই ঘনিষ্ঠ সহযোগীর বিরুদ্ধে যে রায় এসেছে, তাতে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। তিনি বলেন, আইনের শাসন ও সুবিচার প্রতিষ্ঠায় বিএনপি সব সময় জনগণকে সচেতন থাকার আহ্বান জানায়।
২০২৪ সালের গণঅভ্যুত্থান ও রাজনৈতিক অস্থিরতার সময় নিজেকে কাউন্টার টেরোরিজমের মাধ্যমে অমানবিক নির্যাতনের শিকার হওয়ার ঘটনাও তুলে ধরেন তিনি। তার দাবি, দীর্ঘ ১৬ বছর ধরে গুম–খুন ও বিচারবহির্ভূত হত্যার শিকার পরিবারগুলোর ক্ষোভ কিছুটা হলেও প্রশমিত হবে।
তিনি আরও বলেন, মামলায় রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল–মামুন পাঁচ বছরের সাজার রায় পেয়েছেন। দেড় দশক দেশ পরিচালনা করা শেখ হাসিনা অভ্যুত্থানের পর বর্তমানে ভারতে অবস্থান করছেন। বাংলাদেশের ইতিহাসে তিনিই প্রথম সাবেক সরকারপ্রধান যিনি মৃত্যুদণ্ডের রায় পেলেন। এই ট্রাইব্যুনালের রায়ের ভিত্তিতেই আওয়ামী লীগ সরকারের আমলে জামায়াতের পাঁচ শীর্ষ নেতা এবং বিএনপির একজনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মীর আশরাফ আলী আজম। উপস্থিত ছিলেন চকবাজার থানা সাবেক কমিশনার আনোয়ার পারভেজ বাদল, ২৩ নং ওয়ার্ডের সাবেক কমিশনার আবদুল আজিজ, লালবাগ থানা সাবেক যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন বাবলু, ২৬ নং ওয়ার্ডের সাবেক সভাপতি গোলাম সারোয়ার শামীম,মোরশেদুর রহমান জনি সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ২৬নং ওয়ার্ড আরমান হোসেন বাদল সভাপতি আজিমপুর বটতলা ইউনিট ২৬ নং ওয়ার্ড আদনান আহাম্মেদ ইমন, সভাপতি ২৪নং ওয়ার্ড ছাত্রদল, ইয়াকিন হোসেন হৃদয় ২৫ নং ওয়ার্ড ছাত্রদল সহ লালবাগ, চকবাজার, বংশাল, কোতোয়ালি ও কামরাঙ্গীরচরের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।