পাবনার উদ্বোধন হলো ব্যতিক্রমধর্মী লাইব্রেরী মেমোরিয়াল ক্লাব বুকস

মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি:

সোমবার সন্ধ্যায় পাবনা শহরের এ হামিদ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় উদ্বোধন হলো ব্যতিক্রমধর্মী লাইব্রেরী মেমোরিয়াল ক্লাব বুকস। পাবনার সৃজনশীল পাঠকদের জন্য এটি একটি অনন্য লাইব্রেরী। দুর্লভ বই নিয়ে হাজির হয়েছে লাইব্রেরীটি ।লাইব্রেরীটি প্রতিষ্ঠা করলেন বিশিষ্ট কবি, সাহিত্যিক ও গবেষক মজিদ মাহমুদ। দীর্ঘদিন ধরে তিনি অক্লান্ত পরিশ্রম করে গুরুত্বপূর্ণ বই সংগ্রহ করে গতকাল লাইব্রেরীটি উদ্বোধন করলেন।
উদ্বোধন পরবর্তীতে মহীয়সী সাহিত্য পাঠচক্র এর সাধারণ সম্পাদক কবি যাযাবর জিয়ার সঞ্চালনা এবং কবি মজিদ মাহমুদের সভাপতিত্বে কবি সাহিত্যিকদের নিয়ে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে স্বাগত স্বাগত বক্তব্য দেন অধ্যাপক ড. আব্দুর রউফ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সরকারি এডওয়ার্ড কলেজ বাংলা বিভাগের বিভাগীয় প্রধান রুহুল আমিন, কবি ও গল্পকার অধ্যাপক আখতার জামান, ডা: সরওয়ার জাহান ফয়েজ,অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, অধ্যক্ষ আব্দুদ দাইন সরকার, ড. মনছুর আলম,জোড়গাছা ডিগ্রি কলেজ সহকারী অধ্যাপক আব্দুল হাই, শিক্ষাবিদ ফৌজিয়া আখতার, সঙ্গীতশিল্পী মাজহারুল ইসলাম, আবৃত্তিকার সাইফুল ইসলাম, বাচিকশিল্পী আব্দুল্লাহ আল-মামুন,কবি আমিনুল ইসলাম সৌরভ পাবনা জেলা রোভার সম্পাদক আলী আকবর মিয়া রাজু, ছড়াকার দেওয়ান বাদল, উত্তরণ পাবনার প্রতিষ্ঠাতা সভাপতি কবি আলমগীর কবির হৃদয় প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন,সংগঠক আব্দুল ওয়ারেস, ডা. সানোয়ারা প্রপা, কবি সাইদা আখতার কল্পনা, কবি শামীমা সীমা, কবি রেহানা সুলতানা শিল্পী, কবি ও গল্পকার সৈয়দা কামরুন্নাহার শিল্পী, কবি আদ্যনাথ ঘোষ, কবি আজিজা পারভীন, কবি বিজুরী ইসলাম, কণ্ঠশিল্পী রবিরাজ, কাব্যশ্রী লেখক চক্র এর সাধারণ সম্পাদক কবি শফিউল্লাহ, সংস্কৃতিজন শামসুজ্জামান প্রিন্স, কবি তাজবিউল মাহমুদ অরণ্য, কবি বঙ্গ রাখাল, বাচিকশিল্পী সুমাইয়া আঁখি, কবি সোনিয়া খাতুন, সঙ্গীতশিল্পী ফারহানা রাজ্জাক,, কবি নীলিমা নীল, কবি জাকির হোসেন, কণ্ঠশিল্পী দেবপ্রসূন্ন মন্ডল, কণ্ঠশিল্পী মাধবী ইসলাম নামিরা, কাব্যশ্রী লেখক চক্র এর সভাপতি ডি এ এস সোহাগ, বাচিকশিল্পী আহমেদ মাসুম প্রমুখ। এ সময় শতাধিক কবি সাহিত্যিক উপস্থিত ছিলেন। তারা বলেন, সাহিত্য অনুরাগী ও সৃজনশীল পাঠকের জন্য একটি ব্যতিক্রমধর্মী লাইব্রেরীর প্রয়োজন ছিল পাবনাতে। অনেক প্রথিতযশা ধনাঢ্য ব্যক্তি পাবনাতে থাকলেও তারা হয়তো বা এ বিষয়টি চিন্তাই করেননি যেটা কবি মজিদ মাহমুদের হাত ধরে প্রতিষ্ঠিত হলো।