বাংলাদেশ মানবাধিকার বাস্তাবায়ন ফাউন্ডেশন সিলেট মহানগর শাখার কমিটি গঠন

বুধবার, নভেম্বর ১৯, ২০২৫

জাতির সংবাদ ডটকম।। 

বাংলাদেশ মানবাধিকার বাস্তাবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট মহানগর শাখার কমিটি গঠন করা হয়েছে।
গত ১০ নভেম্বর (সোমবার) বিএমবিএফ এর চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আপীল বিভাগের সাবেক বিচারপতি বীর মুক্তিযোদ্ধা ছিদ্দিকুর রহমান মিয়া এবং বিএমবিএফ এর মহাসচিব ও নির্বাহী পরিচালক এস এম সাইফুর রেজা স্বাক্ষরিত এক পত্রে সিলেট উইমেন্স মডেল কলেজের চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ মনসুর আহমদ লস্কর-কে সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী সামাদ আজাদ-কে সাধারণ সম্পাদক এবং জাহেদ আহমদ-কে সাংগঠনিক সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট বিএমবিএফ সিলেট মহানগর শাখার কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন- সিনিয়র সহ সভাপতি মো. মোছলেহ উদ্দিন, সহ সভাপতি শাহ শামীম আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক ছাব্বির আহমদ, হোসাইন আহমদ মুন্না, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, নুরুল হুদা ছদিওল, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক আম্বিয়া বেগম, যুগ্ম মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক তাসনীম জুন্নুন, অর্থ সম্পাদক মো. শায়েক আহমদ চৌধুরী, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, আইন বিষয়ক সম্পাদক আবু হানিফ সাদি, তদন্তু বিষয়ক সম্পাদক আফিজুল ইসলাম, যুগ্ম তদন্ত বিষয়ক সম্পাদক মো. রেজাউল করিম সাজু, পর্যবেক্ষন সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম পর্যবেক্ষন সম্পাদক আদনান উল হক, সালিশ সম্পাদক মো. শফিকুর রহমান, শিক্ষা ও সংস্কৃতিক সম্পাদক ফাহমিদা আক্তার, ধর্ম বিষয়ক সম্পাদক মো. নাজিম উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আজিজুর রহমান, যুগ্ম প্রচার ও প্রকাশনা সম্পাদক খালেদ বিন মতিউর রহমান, শ্রমিক কল্যাণ সম্পাদক মো. আল আমিন, দুর্নীতি প্রতিরোধ সম্পাদক জোনায়েদ আহমেদ সুলতান, মাদক ও নেশা প্রতিরোধ সম্পাদক ইমন আহমেদ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. পারভেজ, পরিবেশ বিষয়ক সম্পাদক সুহাইল আহমদ চৌধুরী, সমাজ কল্যাণ সম্পাদক আহমেদ আল মাহবুব, সামাজিক নিরাপত্তা বিষয়ক সম্পাদক গালিব আহবাব আনাস, শিশু-কিশোর উন্নয়ন সম্পাদক ফাহাদ আহমদ, সদস্য শামসের আহমদ চৌধুরী, আব্দুল মুনিম।