হবিগঞ্জে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

বুধবার, নভেম্বর ১৯, ২০২৫

 

ত্রিপুরারী দেবনাথ তিপু,(হবিগঞ্জ)

হবিগঞ্জে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৯।

বুধবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে র‍্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

র‍্যাব জানায়, ভোর পৌনে ৬ টার দিকে হবিগঞ্জ জেলখানা মোড় এলাকায় দায়িত্ব পালনের সময় গোপন সংবাদের সূত্রে জানা যায় একটি সিএনজিযোগে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য নিয়ে শহরের দিকে আসছে। পরে ঢাকা-সিলেট মহাসড়কের লস্করপুর রেলক্রসিং এলাকার দক্ষিণ পাশে চেকপোস্ট বসিয়ে সন্দেহজনক সিএনজিটিকে থামানো হলে চালক ও তার সহযোগী পালানোর চেষ্টা করে। এসময় র‍্যাব সদস্যরা তাদের আটক করে।

পরবর্তীতে সিএনজির পেছনের ব্যাকডালা অংশ তল্লাশি করে ইঞ্জিনের পাশে খাকি রঙের স্কচটেপ মোড়ানো দুইটি প্যাকেটে মোট ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো মাধবপুর উপজেলার শাহজাহান পুর ইউনিয়নে শাহ পুর গ্রামের রাকিব খানের ছেলে মোঃ ইমরান হোসেন (২৮) এবং একই গ্রামের মৃত সবুর হোসেনের ছেলে মাহবুবুর রহমান (২১)।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে হবিগঞ্জসহ বিভিন্ন অঞ্চলে তা সরবরাহ করছিল।

র‍্যাব-৯, এর মিডিয়া অফিসার অতি: পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃত দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে তাদের ও জব্দকৃত গাঁজা হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব-৯ আরও জানায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান চলমান থাকবে।