গণতন্ত্র রক্ষায় তত্ত্বাবধায়ক পুনর্বহালের রায় ইতিবাচক: রিজভী

বৃহস্পতিবার, নভেম্বর ২০, ২০২৫

 

স্টাফ রিপোর্টার:
গণতন্ত্র রক্ষায় তত্ত্বাবধায়ক পুনর্বহালের রায় ইতিবাচক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

চিকিৎসা সহায়তা প্রদান অনুষ্ঠানে রিজভী বলেছেন, গণতন্ত্রের পথে যেন আর কেউ নতুন করে ফ্যাসিবাদী চেহারা ধারণ করতে না পারে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের রায় সে ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘আমরা বিএনপি পরিবার’ এর প্রধান পৃষ্ঠপোষক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্যোগে অনুষ্ঠিত চিকিৎসা সহায়তা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন রিজভী।

তিনি বলেন, ক্ষমতায় টিকে থাকার স্বার্থে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করেছিলেন। পুনর্বহালের রায় ফ্যাসিবাদ সৃষ্টির পথ রুদ্ধ করবে।

তারেক রহমানের জন্মদিন পালন না করার সিদ্ধান্ত সম্পর্কে রিজভী বলেন, অনেক মানুষ অসুস্থ, ক্ষুধার্ত, জুলাই আন্দোলনে অনেকে পা হারা, চোখ হারা —এ অবস্থায় কিভাবে জন্মদিন পালন করবেন তারেক রহমান? বিএনপি ক্ষমতায় এলে তার মানবিক ও সেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত হবে।

তিনি আরও বলেন, শেখ হাসিনা মানবিক হতে পারেননি বলেই নিষ্ঠুরতা দেখিয়েছেন। বাংলাদেশের রাজনীতিতে এমন নিষ্ঠুরতার উদাহরণ আর নেই বলেও তিনি মন্তব্য করেন।

রিজভীর ভাষ্যে, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল হওয়ায় ন্যায় ও গণতন্ত্রের পথে বড় অগ্রগতি এসেছে। এ রায় অত্যন্ত ইতিবাচক। ক্ষমতাকে স্থায়ী করার উদ্দেশ্যেই আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেছিল।

তিনি আরও বলেন, এই রায়ের মাধ্যমে গণতন্ত্রের প্রাণভোমরা আবারও ফিরে এসেছে। ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হলে সেই সরকারের মানবতা থাকে না। তাই শেখ হাসিনার শাসনামলে কঠোরতা ও নিষ্ঠুরতার বহিঃপ্রকাশ দেখা গেছে।

মানবিক এই কর্মসূচিতে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ও জাতীয় প্রেসক্লাবের ব্যাবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি’র যৌথ পরিচালনায় আরো বক্তব্য রাখেন, বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, আমরা বিএনপি পরিবার-এর আহ্বায়ক সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন, প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, বিএনপি নেতা ফ ম মমতাজ উদ্দিন রেনু, ডা. মনোয়ারুল কাদির বিটু, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান।
উপস্থিত ছিলেন কৃষিবিদ গোলাম হাফিজ কেনেডি,মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, রুবেল আমিন।
এছাড়াও উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডাঃ জাহিদুল কবির জাহিদ, ডাঃ তৌহিদ আওয়াল, আশিকুর রহমান সুজন,বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, কৃষিবিদ কে আই এফ সবুর, মনোয়ার হোসেন প্রমুখ।