মাঠ পর্যায়ে কর্মরত কর্মচারীদের ন্যায্য অধিকার বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচী

শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫


জাতির সংবাদ ডটকম।।

‎আজ শুক্রবার (২১/১১/২০২৫) সকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে পরিবার পরিকল্পনা অধিদপ্তর (ডিজিএফপি) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে মাঠ পর্যায়ে কর্মরত কর্মচারীদের ন্যায্য অধিকার বাস্তবায়নের দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয় ।



‎কর্মসূচিতে বক্তারা বলেন, আমরা পরিবার পরিকল্পনা অধিদপ্তরে কর্মরত মাঠ পর্যায়ের কর্মচারীগন দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণ, পরিবার পরিকল্পনা সেবা, মা ও নবজাতক স্বাস্থ্য সেবা এবং জনস্বাস্থ্য কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছি। রাষ্ট্রের উন্নয়নে জনগনের সেবা ও মাঠ পর্যায়ের কার্যক্রমে আমাদের অবদান অনস্বীকার্য।

‎তারা আরো বলেন, অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, দীর্ঘ ২৬ বছর যাবৎ আমরা আমাদের ন্যায্য অধিকার, আর্থিক সুবিধা, পদোন্নতি, কর্মপরিবেশ এবং প্রশাসনিক মর্যাদা হতে বঞ্চিত হয়ে আসছি। মাঠ পর্যায়ে কঠোর পরিশ্রম, দায়িত্ব পালন ও দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণে প্রত্যক্ষ কাজ করেও আমরা যথাযথ মূল্যায়ন পাচ্ছি না।

‎আমাদের ভূমিকা।
‎* জনসংখ্যা নিয়ন্ত্রণ
‎পরিবার পরিকল্পনা সেবা, গর্ভকালীন সেবা, নিরাপদ প্রসব সেবা, প্রসবোত্তর সেবা।
‎গর্ত নিরোধক সরবরাহ, কিশোর-কিশোরীর প্রজনন স্বাস্থ্য সেবা
‎* মা ও নবজাতকের স্বাস্থ্য সেবা
‎* গ্রামীন ও শহরের জনগনের নিকট জনসংখ্যার নিয়ন্ত্রণ ও স্বাস্থ্য সেবা বিষয়ে সচেতনতা বৃদ্ধি।

‎আয়োজিত কর্মসূচি থেকে যেসব দাবি জানানো হয় তাহলো:
‎১.অতিদ্রুত নিয়োগ বিধি বাস্তবায়ন এবং বৈষম্য দূর করণ।
‎২. কাজের ধরন অনুযায়ী যাতায়াত ভাতা, সম্মানী/আর্থিক সুবিধা বৃদ্ধি।
‎৩. মাঠ পর্যায়ের কর্মচারীদের নিরাপত্তা ও কর্ম পরিবেশ এর উন্নয়ন।
‎৪. নিয়োগ বিধি বাস্তবায়ন করে যোগ্যতা অনুযায়ী পদোন্নতি নিশ্চিত করা।


‎অন্যান্য প্রজাতন্ত্রের কর্মচারীদের ন্যায় আমাদের ন্যায্য অধিকার নিয়োগ বিধি। অত্যন্ত দুঃখের বিষয় দীর্ঘ ২৬ বছর যাবত, মাঠে কর্মরত পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতাধীন কর্মচারীদের নিয়োগ বিধি আজও বাস্তবায়ন হয়নি। যার প্রেক্ষিতে আমরা পদোন্নতি, ন্যায্য অধিকার ও অন্যান্য সুযোগ-সুবিধা হতে বঞ্চিত।