ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাজেট ও প্রকিউরমেন্ট বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র কনফারেন্স রুমে এটি অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন বিভাগ ও দপ্তরের অর্ধশতাধিক শিক্ষক ও অফিসাররা অংশগ্রহণ করেন।
এসময় আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ নাজিমুদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. আসাদ-উদ-দৌলার সঞ্চালনায় এসময় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। এসময় তিনি বলেন, সবারই জীবনে ট্রেনিং দরকার। যাতে যোগ্যতা সম্পন্ন কর্মী তৈরি হয়। এই ট্রেনিংয়ের মূল উদ্দেশ্য আপনারা সবাই জানেন, এখানে শুধু প্রসেসটা শেখাবো। যা জানলে আশা করি আপনারা নিয়ম মেনে বাজেট তৈরি করতে পারতে পারবেন।
এদিকে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, যারা বাজেট নির্মাণ সম্পর্কে জানেন না। আশা করি এই কর্মশালার মাধ্যমে আপনারা জ্ঞান অর্জন করতে পারবেন। এই কর্মশালার মূল উদ্দেশ্য হলো কিভাবে একটি বাজেট তৈরি করতে হয় এবং কি কি প্রক্রিয়া অনুসরণ করতে হয়। আশা করি আপনারা সকলেই এই কর্মশালায় উপকৃত হবেন এবং নিজেরা বাজেট নির্মাণ করতে পারবেন। এছাড়া অন্যের বাজেট পর্যালোচনা করতে পারবেন। এসময় তিনি কর্মশালা আয়োজন করার জন্য আইকিউএসি’কে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এসময় আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মুহাম্মাদ নাজিমুদ্দিন বলেন, এটি একটি নিয়মিত প্রক্রিয়া। সাধারণত এই প্রতিষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীর দক্ষতা উন্নয়নে কার্যক্রম পরিচালনা করে। আগামীতেও এই ধারাবাহিকতা অব্যহত থাকবে।