মোঃ মোহন আলী।।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক এসোসিয়েশন (বিআরজেএ)-এর উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বাদ আসর জাতীয় প্রেস ক্লাব মসজিদে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। মোনাজাতে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য লাভ, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করা হয়। একইসাথে দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেও দোয়া করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক এসোসিয়েশন (বিআরজেএ)-এর মহাসচিব শেখ মোহাম্মদ তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন আহমেদ, নির্বাহী সদস্য বদিউল আলম চৌধুরী, রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম, হুমায়ুন কবির, মতিউর রহমান সরদার, রাসেল আহমেদ, বেলাল হোসেন, নুরুল আফসার, কবি আলমগীর সহ জাতীয় প্রেসক্লাব ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্যগণ।
সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ সাখাওয়াৎ হোসেন ইবনে মঈন চৌধুরী বিগত ৪ আগস্ট ২০২৪ তারিখে ফ্যাসিস্ট শেখ হাসিনা বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার সময় জাতীয় প্রেস ক্লাবের সামনে বাম পায়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। দীর্ঘদিন চিকিৎসায়ও সেই আঘাত নিরাময় না হওয়ায় একপর্যায়ে পায়ে পচন ধরে, যার চূড়ান্ত পরিণতিতে তাঁর পা কেটে ফেলতে হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।
বিশেষ দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনার সাথে সাথে সংগঠনের চেয়ারম্যান সাখাওয়াৎ হোসেনের সুস্থতা কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন জাতীয় প্রেস ক্লাবের ইমাম মাওলানা মনিরুজ্জামান।