জাতির সংবাদ ডেস্ক: বাংলাদেশের সঙ্গে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করতে চায় পাকিস্তান। আর এ উপলক্ষে পাকিস্তান ন্যাশনাল শিপিং কর্পোরেশন (পিএনএসসি) ও বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) এর মধ্যে একটি আনুষ্ঠানিক সহযোগিতা কাঠামো প্রতিষ্ঠার প্রস্তাব করেছে দেশটি।
পাকিস্তানের দৈনিক দ্য ডন জানিয়েছে, সোমবার লন্ডনে নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠকে পাকিস্তানের সমুদ্রবিষয়ক মন্ত্রী মুহাম্মদ জুনাইদ আনোয়ার চৌধুরী এ প্রস্তাব তুলে ধরেন। আইএমও–এর (ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন) ৩৪তম সাধারণ অধিবেশনে যোগ দিতে সাখাওয়াত হোসেন বর্তমানে লন্ডনে অবস্থান করছেন।
প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের প্রস্তাবে দুই দেশের মধ্যে সমন্বিত অংশীদারত্বের একটি বিস্তৃত পরিকল্পনা তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে—
কনটেইনার ও বাল্ক শিপিং সেবায় যৌথ উদ্যোগ
কারিগরি প্রশিক্ষণ কর্মসূচি
সামুদ্রিক নিরাপত্তা উন্নয়ন
নাবিকদের দক্ষতা বৃদ্ধিতে যৌথ প্রশিক্ষণ
পারস্পরিক বন্দর-কল সুবিধা
কূটনৈতিক ও প্রযুক্তিগত সম্পৃক্ততা জোরদার
জুনাইদ আনোয়ার জানান, আইএমও ও আইএলওসহ আঞ্চলিক সামুদ্রিক প্ল্যাটফর্মগুলোকে কাজে লাগিয়ে বাংলাদেশ–পাকিস্তানের মধ্যে দীর্ঘমেয়াদি সহযোগিতামূলক কাঠামো গড়ে তোলাই তাদের বৃহত্তর লক্ষ্য।
তিনি করাচি বন্দর কর্তৃপক্ষের ক্রমবর্ধমান সক্ষমতা, আধুনিকীকরণ উদ্যোগ এবং উন্নত টার্নঅ্যারাউন্ড সময়ের কথাও তুলে ধরেন। মন্ত্রীর মতে, বন্দরভিত্তিক ঘনিষ্ঠ সহযোগিতা সরবরাহ–ব্যবস্থার চ্যালেঞ্জ কমাতে, আঞ্চলিক বাধা দূর করতে এবং দক্ষিণ এশিয়াজুড়ে বাণিজ্যিক একত্রীকরণের নতুন সুযোগ তৈরি করতে পারে।